ফিফা ক্লাব বিশ্বকাপ

মেসির মায়ামিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

PSG-messi

২০২৩ সালে পিএসজি ছেড়েই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রায় দুই বছর পর পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি, তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি তার জন্য সুখকর হয়নি। ইউরোপিয়ান জায়ান্ট পিএসজির দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি মেসির ইন্টার মায়ামি।

রবিবার যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোপ সেরা পিএসজি। নিশ্চিত করেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।  ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রেখেছিল ফরাসি ক্লাবটি এবং প্রথমার্ধেই তারা প্রতিপক্ষের জালে চারবার বল জড়ায়।

প্রথম ৪৫ মিনিটে পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও স্কিলের সামনে অসহায় দেখাচ্ছিল ইন্টার মায়ামির রক্ষণভাগকে। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে তারা মিয়ামির রক্ষণকে। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিক থেকে আশরাফ হাকিমির বাড়ানো ক্রসে জোরালো শটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এর ঠিক পরেই ফের আক্রমণে ওঠে পিএসজি। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার নিচু শটে মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন নেভেস।

দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা গুটিয়ে যায়  মায়ামি। তবে পিএসজির আক্রমণের ধার তাতে কমেনি। ম্যাচের ৪৪ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়ে যায় আত্মঘাতি গোলে। প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫ মিনিটে) ফিরতি বল টোকা মেরে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন হাকিমি।

বিরতির পর ইন্টার মায়ামি কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে। মাঝমাঠে লিওনেল মেসি কিছুটা সক্রিয় হলেও পিএসজির জমাট রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন তিনি ও তার সতীর্থরা। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে। ম্যাচের ৬১ মিনিটে জোয়াও নেভেসের বদলি হিসেবে মাঠে নামেন উসমান দেম্বেলে। আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়েনি। 

কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে ফ্লামেঙ্গো অথবা বায়ার্ন মিউনিখ।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago