ফিফা ক্লাব বিশ্বকাপ

পালমেইরাসের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালে চেলসি

সমানে সমান লড়াইয়ে চলা ম্যাচ এগুচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকে। শেষ দিকে গিয়ে ভুল করে বসে পালমেইরাস। আত্মঘাতি গোলে এগিয়ে যায় চেলসি।  ইংলিশ জায়ান্ট ক্লাব জায়গা করে নেয় সেমিফাইনালে।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে কোয়ার্টার ফাইনালে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি।  এই জয়ের ফলে চেলসি সেমিফাইনালে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে।

ম্যাচের ১৬তম মিনিটে চেলসির আক্রমণভাগের খেলোয়াড় কোল পালমার গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে পালমেইরাস খেলায় ফেরার চেষ্টা করে এবং ৫৩তম মিনিটে এস্তেভাও গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেন। এরপর উভয় দলই এগিয়ে যেতে চালায় আক্রমণ। ম্যাচ হয়ে উঠে বেশ উপভোগ্য। তবে একটা পর্যায়ে মনে হচ্ছিলো খেলা যাবে অতিরিক্ত সময়ে।  তবে নিজেদের ভুলেই তা আর সেদিকে নিতে পারেনি পালমেইরাস। 

ম্যাচের ৮৩তম মিনিটে চেলসি ফের গোলের দেখা পায়। মালো গুস্তোর ক্রস পালমেইরাসের গোলরক্ষক ওয়েভারটনের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলটি আত্মঘাতী হিসেবে গণ্য হয়। গোলটিতে বড় ভুল পালমেইরাসের গোলরক্ষকের। সহজেই তিনি বলটি ধরতে পারতেন, কিন্তু তার পায়ে লেগে উল্টো তা জালে জড়ায়।

আগামী ৮ই জুলাই নিউ ইয়র্কে আল-হিলালকে হারিয়ে আসা ফ্লুমিনেন্সের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে চেলসি।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

8m ago