বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়া শুরুতেই বিপর্যস্ত

ঘরের মাঠে বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী, দেখা যেতে পারে শমিত সোমকে। আগামী ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে তুমুল আগ্রহ দেশের ফুটবলপ্রেমীদের। তবে সেই আগ্রহী দর্শকদের শুরুতেই বিড়ম্বনায় পড়তে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টিকিট বিক্রির প্রক্রিয়ায়। অনলাইনে যে সাইটে টিকিট বিক্রির কথা সেখানে মানুষ শুরুর দিনে ঢুকতেই পারলেন না। এজন্য বাফুফে ও টিকিট সংস্থা টিকিফাই ক্ষমা চেয়েছে।

অনলাইন টিকিট বিক্রি শনিবার দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিক্রি রাত ৮টায় শুরু হবে। নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পর সাইটটি ম্যাচের টিকিট বিক্রি শুরু করলেও, অল্প সময়ের মধ্যেই সাইটটি ডাউন হয়ে যায়। কিছু ভক্ত টিকিট কিনতে পেরেছিলেন, তবে সাইটের ক্রমাগত প্রযুক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ ভক্তই টিকিট সংগ্রহ করতে পারেননি।

টিকিফাই, পরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চেয়ে দাবি করেছে যে তাদের সাইট 'একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS) আক্রমণের লক্ষ্য হতে পারে'। তবে একই বাক্যের ধারাবাহিকতায় প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, 'স্বল্প সময়ের মধ্যে ১৫০০০০ এরও বেশি হিট হয়েছে এবং এই অস্বাভাবিক ট্র্যাফিক আমাদের প্ল্যাটফর্মের কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।'

এদিকে বাফুফে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে টিকিফাই সাইটটি "একটি সাইবার আক্রমণের শিকার" হয়েছিল। বারবার ফোন করা সত্ত্বেও, সাইটটি অল্প সময়ের জন্য চালু থাকাকালীন কত টিকিট বিক্রি হয়েছিল সে বিষয়ে মন্তব্যের জন্য টিকিফাইয়ের প্রতিনিধিদের পাওয়া যায়নি।

ঢাকায় ১০ জুনের ম্যাচটির জন্য জাতীয় স্টেডিয়ামে (পূর্বের বঙ্গবন্ধু স্টেডিয়াম) প্রায় ১৮,৩০০ টিকিট বিক্রি হওয়ার কথা রয়েছে। সাধারণ গ্যালারীর টিকিটের দাম শুরু হচ্ছে ৪০০ টাকা থেকে। ক্লাব হাউস-২ এর টিকিটের দাম ২০০০ টাকা, ক্লাব হাউস-১ এর ২৫০০ টাকা, ভিআইপি বক্স-২ এবং ৩ এর ২৫০০ টাকা, স্কাই ভিউ এর ৩০০০ টাকা এবং ভিআইপি বক্স-১ এর ৪০০০ টাকা। হসপিটালিটি এবং কর্পোরেট বক্সের টিকিটের দাম ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Container handling rises at New Mooring terminal after Navy takeover

Container handling at the New Mooring Container Terminal (NCT) of Chattogram Port increased in the first week of operational management by Chittagong Dry Dock Limited (CDDL), Bangladesh's sole dry dock currently operating under the Bangladesh Navy..The CDDL started running the NCT at the c

1h ago