ব্যালন ডি'অরে পুরুষ-নারী খেলোয়াড়দের সমান সংখ্যক পুরস্কার

ব্যালন ডি'অরে এতোদিন পুরুষ খেলোয়াড়দের জন্য একাধিক পুরস্কার থাকলেও নারীদের ক্ষেত্রে কেবল সেরা খেলোয়াড়ই বেছে নিতো ফ্রান্স ফুটবল। তবে চলতি বছর এবারই প্রথমবারের মতো পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য সমান সংখ্যক পুরস্কার প্রদান করা হবে—সোমবার এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

আগামী ২২ সেপ্টেম্বর এবারের ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ও উয়েফা। এই পুরস্কারের মনোনীতদের তালিকা আগস্টের শুরুতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

এবার প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে এই অনুষ্ঠানে নারী গোলরক্ষকের জন্য সেরা গোলকিপার পুরস্কার, সেরা তরুণ নারী খেলোয়াড়, এবং ক্লাব বা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নারী খেলোয়াড়ের জন্য পুরস্কার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে করে পুরুষ ও নারী খেলোয়াড়দের জন্য সমান ছয়টি করে পুরস্কার থাকবে। এর পাশাপাশি থাকবে 'সক্রেটিস অ্যাওয়ার্ড', যা সমাজে সংহতি ও সহানুভূতি বৃদ্ধিতে অবদান রাখার জন্য দেওয়া হয়, এবং এটি পুরুষ বা নারী উভয়েই পেতে পারেন।

উল্লেখ্য, গত বছরের ব্যালন ডি'অর অনুষ্ঠানে কিছুটা বিতর্কিত হয়ে পড়ে। ভিনিসিয়ুস জুনিয়রকে সে বছরের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে বেছে না নেওয়ায় অনুষ্ঠানটি বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির রদ্রি এই পুরস্কার জিতে নেন।

Comments

The Daily Star  | English

All civic services of DSCC halted

DSCC Administrator Md Shahjahan Mia confirmed the information to The Daily Star

43m ago