ব্যালন ডি'অর জিততে নেইমারকে বার্সায় থাকতে বলেছিলেন সুয়ারেজ

ছবি: এএফপি

৩১ বছর পেরিয়ে গেছে নেইমারের। তবে ব্যালন ডি'অর পুরস্কার জেতার স্বাদ কখনও পাননি তিনি। বয়স ও বারবার চোটে পড়া মিলিয়ে ভবিষ্যতেও এই মর্যাদাপূর্ণ সম্মাননা তার হাতে ওঠা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে নেইমারের এক সময়ের ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের মতে, বার্সেলোনায় থাকলে নিশ্চিতভাবেই ব্যালন ডি'অর জিততেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০১৩ সালে স্প্যানিশ পরাশক্তি বার্সায় নাম লিখিয়েছিলেন নেইমার। পরের বছর ক্যাম্প ন্যুর ক্লাবটিতে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। দুজনের আগে থেকেই সেখানে ছিলেন দলটির বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে আসা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কাতালানদের আক্রমণভাগে তারা তিনজন মিলে গড়ে তুলেছিলেন 'এমএসএন' নামক বিধ্বংসী ত্রয়ী। তবে মাত্র তিন মৌসুম স্থায়ী হয়েছিল তাদের দাপট। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান নেইমার।

প্যারিসে থিতু হওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে নেইমারকে। সেকারণে ধারাবাহিকভাবে নিজের সেরাটা মেলে ধরা সম্ভব হচ্ছে না তার পক্ষে। পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানেও তিনি আছেন মাঠের বাইরে।

নেইমারের প্রসঙ্গে বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলা সুয়ারেজ দেশটির গণমাধ্যম প্লাসারকে বলেছেন, 'নেইমার যদি বার্সেলোনায় থাকত, তবে সে নিশ্চিতভাবেই ব্যালন ডি'অর জিতত। আমি আসলে এটি (নেইমারের বার্সা ছাড়া) নিয়ে কথা বলতে পছন্দ করতাম না। তবে একটা সময় এসেছিল, যখন এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা নেইমারের সঙ্গে আলাপ করতে গিয়েছিলাম আর বলেছিলাম, "তুমি যদি সবকিছু জিততে চাও, তাহলে আমাদের সঙ্গে থাকো।"'

নেইমার সেই প্রস্তাবে রাজী হননি। তখন সুয়ারেজ ও বার্সেলোনার অন্যান্যরা তাকে দিয়েছিলেন ইংল্যান্ডে যাওয়ার পরামর্শ, 'আমরা বন্ধু হিসেবে তাকে থাকার পরামর্শ দিয়েছিলাম। তবে এটা (পিএসজিতে যাওয়া) তার সিদ্ধান্ত, তার পরিবারের সিদ্ধান্ত। সেক্ষেত্রে আমরা বলেছিলাম, "নেইমার, ইংল্যান্ড ভালো, (উদাহরণস্বরূপ ম্যানচেস্টার) সিটি (দারুণ)। সেখানে ফুটবল খেলাটা আরও ভালো হবে। কিন্তু ফ্রান্সে (যাওয়া)?"'

২০২০ সালে বার্সাকে বিদায় বলতে হয় উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজকে। তৎকালীন কোচ রোনাল্ড কোমান তাকে ক্লাবটিতে রাখতে চাননি। মেসি ও নেইমারের সঙ্গে খেলার মধুর সময়ের স্মৃতিচারণ করেছেন সুয়ারেজ, 'আমাদের কাছে মেসি ছিল বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমার নিজের কাছে নেইমার ছিল দ্বিতীয় সেরা। তারা আমাকে (লা লিগার) গোল্ডেন বুট জিততে সহায়তা করেছিল (২০১৫-১৬ মৌসুমে )।'

৩৬ বছর বয়সী সুয়ারেজের মতে, বার্সায় একসঙ্গে খেলায় মেসি, নেইমার ও তিনি নিজে আরও দক্ষ ফুটবলারে পরিণত হয়েছেন, 'আমি সব সময় কৃতজ্ঞ থাকব। এটি আরও একটি প্রমাণ যে তিন তারকা একসঙ্গে একই দলে খেলতে পারে; দলের জন্য জয়ের লক্ষ্য নিয়ে, ব্যক্তিগত অর্জনের জন্য নয়। আর আমি মনে করি, এটিই আমাদের আরও ভালো খেলোয়াড় এবং ভালো সতীর্থ বানিয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago