ইয়ামালের মাঝে নিজের ছায়া দেখছেন মেসি

লা মাসিয়া থেকে উঠে আসা এক বিস্ময়বালক, যার বয়স মাত্র ১৭। লামিন ইয়ামাল। এই তরুণ তারকায় মুগ্ধ গোটা বিশ্ব। এমনকি মুগ্ধ তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা একজন আরেক বিস্ময়বালক লিওনেল মেসিও। এই তরুণের প্রতি প্রশংসার ঝর ঝর ধারায় ভালোবাসা জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।
সম্প্রতি স্প্যানিশ শো সিমপ্লেমেন্তে ফুটবলে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানেই ইয়ামালের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, 'লামিন ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'
মেসি শুধু এই তরুণের প্রশংসাই করেননি, তুলনাও টেনেছেন নিজের সঙ্গে—যেভাবে তিনি নিজে ধীরে ধীরে পরিণত হয়েছিলেন, সেই পথেই এগোবেন ইয়ামালও। ইউরোতে স্পেনের হয়ে চ্যাম্পিয়ন হওয়া, সর্বকনিষ্ঠ গোলদাতা ও খেলোয়াড় হিসেবে রেকর্ড, টুর্নামেন্টজুড়ে অসাধারণ ধারাবাহিকতায় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড—এগুলো সবই করেছেন তিনি মাত্র ১৬ বছর বয়সে।
'লামিন যেভাবে খেলছে তা অভাবনীয়... ও এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। এখনো মাত্র ১৭, সামনে অনেক কিছু শেখার, অনেক কিছু যোগ করার সময় আছে। আমি যেমন শুরুতে ডান প্রান্তে খেলতাম, শেখার মধ্য দিয়ে বড় হয়েছি, সেও সেই পথেই যাচ্ছে। ওর গুণগুলো অসাধারণ, আর ও ইতিমধ্যেই বিশ্বসেরা ফুটবলারদের একজন,' বলেন মেসি।
বার্সেলোনা বর্তমানে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। সামনে আছে কোপা দেল রে ফাইনালে এল ক্লাসিকো, এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার লড়াই। তাই ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই যদি ইয়ামাল সুযোগ রয়েছে বার্সার হয়ে ট্রেবল জেতার। আর তা হলে নিঃসন্দেহে ইতিহাসের সেরা ক্যারিয়ার শুরুগুলোর একটি হয়ে থাকবে।
Comments