ছাঁটাই হলেও কোনো সমস্যা নেই আনচেলত্তির

আর্সেনালের মাঠে বিধ্বস্ত হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঠে জ্বলে উঠতে পারেনি দলটি। প্রথমার্ধে তো নিতে পারেনি একটি অন-টার্গেট শটও। ফলে ঘরের মাঠেও হেরেছে তারা। তাতে ছাঁটাইয়ের বড় শঙ্কায় রয়েছে কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু তাতে কোনো আপত্তি নেই এই ইতালিয়ানের।

বুধবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে হারে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পা রাখে আর্সেনাল। এ নিয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের এটি ছিল দ্বাদশ পরাজয়, যেখানে গত মৌসুমে পুরোটা জুড়েই মাত্র দুটি হারে সীমাবদ্ধ ছিল ক্লাবটি।

স্বাভাবিকভাবেই অনেক সমালোচনার মুখে পড়েছেন আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট মনোভাব জানালেন তিনি। আর্সেনালের কাছে এই হারে রিয়াল যদি তাকে সরিয়ে দেয়, তাতেও তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ইতালিয়ান কোচ।

'হতে পারে ক্লাব নতুন কোচের কথা ভাবছে, হতে পারে এ বছরই বা আগামী বছর যখন আমার চুক্তি শেষ হবে — তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি যখনই এই ক্লাব ছাড়ব, কেবল কৃতজ্ঞতাই জানাব। সেটা কাল হতে পারে, ১০ দিনের মধ্যে, এক মাস বা এক বছর পরে — আমার চুক্তি থাকুক বা না থাকুক, আমি কেবল ধন্যবাদ জানাব,' বলেন আনচেলত্তি।

এদিকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হিসেবে ইতোমধ্যেই গুঞ্জন উঠেছে দুই নামকে ঘিরে — বায়ার লেভারকুজেনের কোচ এবং সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো, এবং সদ্য লিভারপুল ছেড়ে যাওয়া ইয়ুর্গেন ক্লপ। তবে আনচেলত্তি মনে করিয়ে দিলেন, তাদের সামনে এখনো লা লিগা, কোপা দেল রে এবং সামার ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ লড়াই বাকি আছে।

আর্সেনালের কাছে হারের পর আনচেলত্তি বলেন, 'দল সর্বোচ্চ চেষ্টা করেছে, মানসিকতায় কোনো ঘাটতি ছিল না। তবে আমরা সফল হতে পারিনি। আর্সেনাল খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আমাদের জায়গা বের করা কঠিন হয়ে পড়েছিল। ইনটেনসিটিতে আমরা ওদের চেয়ে ভালো ছিলাম, কিন্তু তা যথেষ্ট ছিল না।'

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

3h ago