বার্নাব্যু জয় আর্সেনালের জোরালো বার্তা: সাকা

ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয় তুলেই কাজটা এগিয়ে রেখেছিল আর্সেনাল। কিন্তু তারপরও তাদের সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর ভয় দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত এমন কিছুই হয়নি। উল্টো রিয়ালের মাঠ থেকে জয় তুলে নেয় গানাররা। ফরোয়ার্ড বুকায়ো সাকার ভাষ্যে, এটাই ছিল তাদের পক্ষ থেকে একটি জোরালো বার্তা।

বার্নাব্যুতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৫-১ ব্যবধানে। তাতে ১৬  

১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল দলটি। আর উঠেই যেন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল আর্সেনাল।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন সাকা, তবে দ্বিতীয়ার্ধে দলের হয়ে প্রথম গোলটি করে প্রভাবশালী পারফরম্যান্স উপহার দেন তিনি, 'আমরা প্রমাণ করেছি যে ইউরোপের মাটিতে খেলে বিশ্বের সেরা দলগুলোর একটিকে হারাতে পারি, তাও ঘরে-বাইরে দুই জায়গাতেই। এই দলের জন্য ভীষণ গর্ব হচ্ছে।'

টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি সাকা, 'আজকের রাতটি ছিল একটি জোরালো বার্তা। সবাইকে নিয়ে আমি দারুণ খুশি।'

প্রথমার্ধে পেনাল্টি নেওয়ার সময় সাকা প্যানেঙ্কা ভঙ্গিতে বল মারেন, কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া তা ঠেকিয়ে দেন। তখন স্কোর ছিল ০-০। মুহূর্তটি গুরুত্বপূর্ণ হতে পারত, তবে আগের লেগে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্সেনাল সহজেই ম্যাচ নিয়ন্ত্রণে রাখে।

সেই মিস নিয়ে সাকা বলেন, 'এমনটা হতেই পারে। আমি কিছু একটা চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ করেনি। তবে আমার বিশ্বাস ছিল আজ আমি গোল পাবই। প্রতিটি মুহূর্ত থেকেই আমি কিছু না কিছু শিখি। আজকের রাতে জয় উদযাপনটাই বেশি উপভোগ করছি, পরে বিশ্লেষণ করব।'

সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি, যারা শেষ ষোলোয় লিভারপুল এবং কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে হারিয়ে এসেছে। সেমির প্রথম লেগটি অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ দিকে, আর্সেনালের হোম গ্রাউন্ডে।

'তারা এখন অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তবে আমরাও প্রস্তুত থাকব। খুব ভালো একটি ম্যাচ হবে,' বলেন সাকা।

এই জয়কে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা, 'আমি খেলোয়াড়দের নিয়ে সত্যিই গর্বিত। ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল, এখানে যেকোনো কিছুই ঘটতে পারে।'

পিএসজির বিপক্ষে আসন্ন সেমিফাইনাল প্রসঙ্গে আর্তেতা বলেন, 'তারা এখন একেবারে ভিন্ন দল। দুর্দান্ত ফর্মে আছে এবং আমি তাদের কোচকে খুব ভালো করে চিনি। তবে আজ রাতে আমরা প্রমাণ করেছি, যেকোনো দলের সঙ্গেই আমরা লড়াই করতে পারি।'

Comments

The Daily Star  | English

Patent waiver till Nov 2026: Local pharmas may miss window for 15 costly drugs

Bangladesh’s pharmaceutical companies risk losing the chance to produce at least 15 costly biologic drugs royalty-free

9h ago