যে ২৪ জনকে নিয়ে ভারতে গেল বাংলাদেশ দল

Bangladesh football Team

আগের রাতে বাংলাদেশের হয়ে প্রথমবার অনুশীলন করলেন হামজা চৌধুরী। এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই, সকালেই ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা। ২৭ জনের দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৪ জনের স্কোয়াড নিয়ে গেছেন হ্যাভিয়ের কাবরেরা।

বুধবার টিম হোটেলে ২৭ জনকে নিয়ে হয় ফটোসেশন, সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলনেও ছিলেন তারা। তাদের মধ্য থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ। সর্বশেষ দলে ছিলেন না হামজা ও আল-আমিন। তারা এলেন প্রথমবার। এর আগে ৩০ জনের দল থেকে বাদ পড়েন ফাহমিদুল ইসলাম, সুশান্ত ত্রিপুরা (চোট), পাপন সিং (চোট)। 

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ম্যানেজার আমের খান বলেন, 'আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করছে, সেই অনুযায়ীই আমাদের খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী। দলের সবাই অনুভব করছে, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে।'

হামজাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করে গেছেন ডিফেন্ডার তপু বর্মণও, 'হামজা কাল অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। খুব সহজেই হামজা মানিয়ে নিয়েছে আমাদের সঙ্গে যা ইতিবাচক।'

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার পাঁচদিন আগে সেখানে গেল লাল সবুজের প্রতিনিধিরা। 

ভারত ম্যাচের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।

মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

2h ago