ভারতের বিপক্ষে পার্থক্য গড়ে দেবেন হামজা: কাবরেরা

মিডফিল্ডার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। আগামী মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে কোচের আশাবাদী বক্তব্য মনোযোগ কেড়ে নিয়েছে ফুটবলপ্রেমীদের।

সৌদি আরবে ১২ দিনের অনুশীলন ক্যাম্প শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাবরেরা লেস্টার সিটির এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন।

'অবশ্যই, ইংলিশ প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড় হামজার বাংলাদেশ দলে যোগ দেওয়া আমাদের জন্য বিশাল শক্তি। ভারতের বিপক্ষে সে পার্থক্য গড়ে দেবে,' আত্মবিশ্বাসের সঙ্গে বলেন বাংলাদেশ দলের কোচ।

'তার নেতৃত্বগুণ এবং পেশাদারিত্ব দলের ওপর বিশাল প্রভাব ফেলবে। আমার মনে হয়, সে নিজেও জাতীয় দলের হয়ে খেলতে রোমাঞ্চিত। নিশ্চয়ই ভালো কিছু আসবে তার কাছ থেকে,' যোগ করেন কাবরেরা।

গত রাতেই ঢাকায় হামজার সঙ্গে বৈঠকে বসার কথা জানান কাবরেরা, 'পুরো দলই তাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে এবং ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করতে উদগ্রীব। আমি প্রতি সপ্তাহেই তার সঙ্গে যোগাযোগ রাখছি এবং একসঙ্গে পরিকল্পনা করার জন্য মুখিয়ে আছি।'

বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে রাইট-ব্যাক হিসেবে খেলা হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করবে বলে মনে করেন কাবরেরা। যদিও ভারত তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে অবসর ভেঙে দলে ফিরিয়েছে।

'সুনীল ছেত্রীর ফিরে আসা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং উভয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। ভারত শক্তিশালী দল, তবে আমরাও প্রতিনিয়ত উন্নতি করছি। আমি মনে করি, ম্যাচটি ৫০-৫০ হবে,' বলেন কাবরেরা।

প্রতিপক্ষের শক্তিমত্তা স্বীকার করলেও, হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের পারফরম্যান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করেন এই স্প্যানিশ কোচ, 'ভারতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। চট্টগ্রাম হোক বা শিলং, আমরা আমাদের সামর্থ্যে বিশ্বাস করি। হামজার উপস্থিতি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা এনে দেবে।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

38m ago