টাইব্রেকারের যে নিয়মের কারণে জালে জড়ালেও গ্রহণ হলো না আলভারেজের গোল

Alvarez

হুলিয়ান আলভারেজের শটটা বারের উপরের দিক স্পর্শ করে কোনরকমে জড়ালো জালে। ধারাভাষ্যকাররা বলে উঠলেন ভালো শট, স্কোরশিটে দেখা গেল ২-২। কিন্তু খানিক পর কিছুক্ষণের জন্য থমকে গেল টাইব্রেকার প্রক্রিয়া। ফেদরিকো ভালভারদের শট যখন জালে জড়ালো ধারাভাষ্যকার জানালেন ভিএআর পরীক্ষায় বাতিল হয়েছে আলভারেজের টাইব্রেকার শট।  

বুধবার রাতে চাম্পিয়ন্সন লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকারের মহানাটকীয়তায় ৪-২ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রিয়াল।

প্রথম লেগ ২-১ গোলে জেতায় এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে উঠে যেত কার্লো আনচেলত্তির দল। কিন্তু খেলার শুরুতেই পিছিয়ে পড়ে তারা। ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করায় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে টাইব্রেকারের সামনে পড়ে দলটি।

টাইব্রেকারে রিয়ালের প্রথম দুই শট ও অ্যাতলাটিকোর প্রথম শট থেকে গোল আসার পর আলভারেজ আসেন শট মারতে। উপরের দিক করে মারা শটটি মেরেই পড়েও যান তিনি। খুব বেশি উদযাপন করতে দেখা যায়নি তাকে। রিয়ালের খেলোয়াড়রা কিছু একটা নিয়ে আপত্তি করছিলেন। তখনো সংশয় কী হচ্ছিলো আসলে।

ভিএআর পরীক্ষার পর জানা যায় শটের সময় বলে দুই পা দিয়ে টাচ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমন হলে যে গোল বাতিল হয় তা নিয়ে অনেকের মধ্যেই আছে ধোঁয়াশা।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েন বোর্ড-এরপর ১৪ নম্বর আইন অনুযায়ী, পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে কোনো ফুটবলার  একবারের বেশি বলে স্পর্শ করতে পারবেন না। নির্ধারিত সময়ে এমন হলে রেফারি 'ইনডিরেক্ট ফ্রি কিক' এর রায় দেবেন। আর টাইব্রেকার হলে গোলটি গ্রহণ করা হবে না।

নিয়ম অনুযায়ী বলে একবারের বেশি স্পর্শ করলে আরেকজন স্পর্শ না করা পর্যন্ত কিকার আবার স্পর্শ করতে পারবেন না। টাইব্রেকারের বেলায় আরেকজনের স্পর্শের সুযোগ তো নেই-ই।

ফুটবলারের এক পা দিয়ে দুইবার বা শরীরের যেকোনো অংশ দিয়ে দুইবার স্পর্শ করলেও একই নিয়ম প্রযোজ্য। আলভারেজ যেহেতু দুই পায় বলে লাগিয়েছেন কাজেই তার গোল গৃহীত হয়নি।

আলভারেজের গোল বাতিলের পর লুকাস ভাসকেস মিস করায় ফের সুযোগ তৈরি হয়েছিল অ্যাতলাটিকোর। তবে লরেন্তের শট বারে লেগে ফিরে আসে, চতুর্থ শটে অ্যান্তনিও রুডিগার কোন ভুল করা করায় প্রতিপক্ষের ভরা গ্যালারির সামনে উল্লাসে মাতে রিয়াল।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago