উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

৯ গোলের অবিশ্বাস্য ম্যাচ জিতে নক আউট পর্বে বার্সেলোনা

Raphinha

প্রথম আধা ঘন্টার মধ্যেই হ্যাটট্রিক পুরো করে ফেললেন বেনফিকার ভ্যাগলিস পাভলিদিস। পেনাল্টি, আত্মঘাতি গোল, লাল কার্ড কী হলো না! অদ্ভুতুড়ে ম্যাচে এক পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়ল বার্সেলোনা। অথচ সেই ম্যাচই তারা জিতে নিল ৫-৪ গোলে।

মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে হেনসি ফ্লিকের দল। ৯ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলল স্প্যানিশ জায়ান্ট ক্লাব।

প্রথম আধাঘন্টায় ৩-১ গোলে এগিয়ে যাওয়া বেনফিকা আরেক গোল পায় রোনাল্ড আরাহুর আত্মঘাতি থেকে।

বার্সেলোনার হয়ে দুই পেনাল্টি থেকে দুই গোল করেন রবার্ট লেভানদোভস্কি।  ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ৬৪ মিনিটে এক গোল করার পর যোগ করা সময়ে দেখার মতন আরেক গোল করে দলকে জেতান, অন্য গোল আসে এরিক গার্সিয়ার কাছ থেকে।

এই ম্যাচে মোট খেলা হয়েছে ৯৯ মিনিট। তাতে ছিলো ভরপুর উত্তেজনা। একটা ফুটবল ম্যাচে রোমাঞ্চ ছড়ানোর জন্য যা যা দরকার তার সবই যেন ছিলো তাতে। দুই দল মিলিয়ে পেনাল্টি হয় মোট তিনটি, দুটি পায় বার্সা। হ্যাটট্রিক করেন বেনফিকার পাভলিদিস, আত্মঘাতি গোলে আরাহু বার্সার হারের শঙ্কা জাগিয়ে তুলেন। পরে দেখা মিলে ঘুরে দাঁড়ানোর। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে লাল কার্ড দেখেন বেনফিকার আর্থার ক্যাবরাল।

সেরা ঝলক দেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দুর্দান্ত ছন্দে থাকা  এই তারকা ৬৪ মিনিটে হেডে পান প্রথম গোল। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সে ঢুকে দারুণ শটে দলকে এনে দেন জয়। 

বেনফিকার হয়ে এদিন বদলি হিসেবে ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়া। ম্যাচে সুযোগও পেয়েছিলেন তিনি, নায়ক হওয়া হয়নি তার। 

Comments

The Daily Star  | English

Devotees gather for final prayer at Ijtema ground

The final prayer will be led by Maulana Zubair, the top cleric of Shuray-e-Nezam of Bangladesh.

30m ago