উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ভিনিসিয়ুস, রদ্রিগো, এমবাপের ঝলকে সালজবুর্গকে গুঁড়িয়ে দিল রিয়াল

Real Madrid

চ্যাম্পিয়ন্স লীগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বুধবার আরবি সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়ে ইউরোপে সেরার আসরে চেনা ছন্দে ফিরেছে। এই বড় জয়ে প্রথম পর্ব থেকে যে তারা বিদায় নিচ্ছে না তা নিশ্চিত হয়েছে।

রিয়ালের বড় জয়ে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস ও রদ্রিগো। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেও পেয়েছেন গোল।

কার্লো আনচেলত্তির দল প্রতিযোগিতার শুরুতে তাদের প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটি হেরেছিলো। এই ম্যাচ খেলার আগে দলটি ছিলো চাপে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই চাপ সহজেই উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব।

শীর্ষ আটে জায়গা করতে না পারলে আগামী ফেব্রুয়ারিতে অতিরিক্ত প্লে-অফ রাউন্ডে অংশ নিতে হবে রিয়ালকে, যা প্রতিযোগিতার নতুন ফরম্যাটের অংশ।

এদিন প্রথমার্ধে ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগো দুটি গোল করে মাদ্রিদকে নিয়ন্ত্রণে নিতে সাহায্য করেন, বিরতির পরপরই এমবাপে পান গোল। পরে ভিনিসিয়াস জোড়া গোল করে ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেন।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

20m ago