না খেলেও শীর্ষস্থান দখলে রাখল বার্সেলোনা

মূল দলের প্রধান চিকিৎসক কার্লসে মিনিয়ারো গার্সিয়ার মৃত্যুর কারণে চলতি সপ্তাহে লা লিগায় খেলেনি বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে তাদের ম্যাচটি স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তারপরও স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে কাতালানরা।
বার্সাকে টপকে এক নম্বরে ওঠার সুযোগ ছিল অ্যাতলেতিকো মাদ্রিদের। কিন্তু গতকাল রোববার রাতে তারা নাটকীয়ভাবে ২-১ গোলে হেরে গেছে গেতাফের মাঠে। ফলে দিয়েগো সিমিওনের শিষ্যরা নেমে গেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে, রাতের পরের ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিজেদের ডেরায় একই ব্যবধানে রায়ো ভায়েকানোর বিপক্ষে স্বস্তির জয়ে ফিরেছে দুইয়ে। পয়েন্টের হিসাবে তারা বার্সেলোনাকে ছুঁয়ে ফেললেও গোল ব্যবধানে আছে পিছিয়ে।
লা লিগার শিরোপা নিয়ে চলতি মৌসুমে চলছে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। ২৬ ম্যাচে হান্সি ফ্লিকের শিষ্যদের পয়েন্ট ৫৭। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের অর্জনও ৫৭ পয়েন্ট। তবে বার্সার গোল ব্যবধান যেখানে +৪৬, সেখানে তাদের +৩১। অ্যাতলেতিকো ২৭ ম্যাচে পেয়েছে ৫৬ পয়েন্ট।
গত শনিবার রাতে নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনার মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সার। দুই দল তাদের একাদশ ঘোষণা করার পর খেলোয়াড়রা ওয়ার্ম-আপও শুরু করে দিয়েছিল। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। লিগের টুর্নামেন্ট কমিটি পরবর্তীতে ম্যাচটির নতুন তারিখ নির্ধারণ করবে।
গেতাফের মাঠে জয়ের পথেই হাঁটছিল অ্যাতলেতিকো। ম্যাচের ৭৫তম মিনিটে বদলি স্ট্রাইকার আলেক্সান্দার সরলথের সফল পেনাল্টিতে এগিয়ে ছিল তারা। কিন্তু আনহেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখার পর পথ হারিয়ে ফেলে দলটি। চার মিনিটের মধ্যে জোড়া গোল করেন মাউরো আরামবারি। ৮৮তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেয়ে যান জয়সূচক গোল। ভেস্তে যায় বার্সাকে টপকে অ্যাতলেতিকোর শীর্ষে ওঠার আশা।
রিয়াল নিজেদের মাঠে পেয়েছে কষ্টার্জিত জয়। প্রথমার্ধে চার মিনিটের মধ্যে দুবার জাল কাঁপায় তারা। ৩০তম কিলিয়ান এমবাপের দারুণ গোলে লিড পাওয়ার পর ৩৪তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। তবে এরপর খেই হারিয়ে ফেলে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাদের রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলে রায়ো।
বিরতির ঠিক আগে ব্যবধান কমায় সফরকারীরা। পেদ্রো দিয়াজ খুঁজে নেন জাল। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল দলটি। সব মিলিয়ে বল দখল ও গোলমুখে শট নেওয়ায় আধিপত্য ছিল তাদেরই। কিন্তু গোলের দেখা আর পায়নি তারা। ধারহীন ফুটবল খেলেও তাই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় রিয়াল।
Comments