লেগানেসের বিপক্ষেই নেই এমবাপে-বেলিংহ্যাম

সামনের সময়টা বেশ ঠাঁসা সূচির মধ্যে কাটাতে হবে রিয়াল মাদ্রিদকে। রয়েছে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচও। তাই কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপের মতো তারকা খেলোয়াড়দের বাড়তি বিশ্রাম দিতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
আগামীকাল বুধবার রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচে আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এমবাপে ও জুড বেলিংহ্যাম থাকছেন না বলে জানিয়েছেন আনচেলত্তি। আসন্ন অ্যাতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে দলকে চাঙা রাখতেই কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দেন তিনি।
জানুয়ারিতে দুইবার নিষেধাজ্ঞায় পরার কারণে বাড়তি বিশ্রাম পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে তুলনামূলকভাবে ফিট রয়েছেন তিনি। এ কারণেই আক্রমণভাগে ভিনিসিয়ুস থাকবেন বলে জানিয়েছেন রিয়াল কোচ। যদিও আজ মঙ্গলবার অনুশীলনে দেখা যায়নি তাকে।
এমবাপে প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, তার কাফ মাসলে চোট রয়েছে। গত শনিবার এস্পানিওলের বিপক্ষে এক ট্যাকলের ফলে এই চোট পেয়েছেন এমবাপে। যা তাকে বুতারকের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। যদিও আঘাত গুরুতর কিছু নয়। তবে অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের জন্য বিশ্রামে রাখা হচ্ছে তাকে।
স্কোয়াডে নেই বেলিংহ্যামও। এমবাপের মতো তাকেও রিয়ালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে। পুরো সপ্তাহ তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। অ্যাতলেতিকো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তাকে সম্পূর্ণ ফিট রাখতে চায় ক্লাব।
দুই তারকার অনুপস্থিতিতে আনচেলত্তি একেবারে নতুন একাদশ নিয়ে মাঠে নামবেন। ব্রাহিম দিয়াজ আক্রমণে শুরুর একাদশে থাকতে পারেন। সঙ্গে তরুণ তারকা আর্দা গুলার ও এন্দ্রিককে শুরুর একাদশে দেখা যেতে পারে, যারা এ মৌসুমে তুলনামূলক কম সুযোগ পেয়েছেন।
তবে ভিনিসিয়ুস স্কোয়াডে থাকলেও আনচেলত্তি তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারেন। এমনকি বেঞ্চেও বসিয়ে রাখা হতে পারে। রিয়াল কোপা দেল রেকে গুরুত্ব দিলেও, তাদের মূল লক্ষ্য লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। বিশেষ করে দলের ডিফেন্সে ইনজুরির হানায় ঝুঁকি নিতে চায় না ক্লাব। ফলে ভিনিসিয়ুসকে বেঞ্চে রেখে প্রয়োজনে মাঠে নামানোর পরিকল্পনা থাকতে পারে।
Comments