কিমিখে আগ্রহ নেই রিয়ালের!
ইয়াশুয়া কিমিখকে দলে টানতে গত কয়েক মৌসুম ধরেই চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে গত মৌসুমে টনি ক্রুস অবসর নেওয়ার খুব করেই চেয়েছিল দলটি। তবে আগামী গ্রীষ্মে তাকে পেতে পারতো বিনে পয়সাতেই। কিন্তু এবার তাকে দলে টানার আর আগ্রহ নেই বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
আগামী জুনের শেষে বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে কিমিখের। তাই গুঞ্জন আরও চাউর হয়েছে। কিমিখের এজেন্টের সঙ্গে রিয়াল কর্মকর্তাদের আলোচনার একটি সংবাদও বেরিয়েছে। তবে মার্কার সূত্র অনুসারে, ভ্যালদেবেবাস (রিয়াল মাদ্রিদের সদর দপ্তর) এ ধরনের কোনো যোগাযোগ বা আগ্রহ থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে ক্লাবটি।
ক্লাবটি স্পষ্টভাবে জানিয়েছে যে, বহুমুখী এই জার্মান ফুটবলারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা নেই। কিমিখের বিষয়ে রিয়াল মাদ্রিদের কোনো আগ্রহ নেই এবং এটি কেবল একতরফা প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ।
তবে কিমিখে আগ্রহ না থাকলেও আরেক বায়ার্ন তারকা আলফানসো ডেভিসের বিষয়ে আগ্রহ রয়েছে রিয়ালের। ক্লাবটি বেশ এগিয়েও ছিল। তার এজেন্টের কিছু অদ্ভুত আচরণ এবং নির্ধারিত সময়সীমা উপেক্ষা করার কারণে কিছুটা জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখ এবং এই ডিফেন্ডার-মিডফিল্ডার। যদিও বিষয়টি ঝুলে এক বছরেরও বেশি সময় ধরে।
তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ডের সংবাদ অনুযায়ী, ২৯ বছর বয়সী কিমিখের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে রিয়ালের। যদিও ডেভিসের মতো বায়ার্নে চুক্তি নবায়নের আলোচনাও চলছে। তবে তেমন কোনো অগ্রগতি নেই। তবে বিল্ডের সংবাদ অনুযায়ী, আলিয়াঞ্জ অ্যারেনা ছাড়লে রিয়ালই হতে পাড়ে তার সম্ভাব্য গন্তব্য।
Comments