মাইলফলক ছোঁয়া সালাহ বললেন, ‘ভিন্ন কিছু অনুভব করছি’
লেস্টার সিটির বিপক্ষে শুরুর দিকে গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল লিভারপুল। জালের দেখা পেলেন দুর্দান্ত ছন্দে থাকা দলটির মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ম্যাচশেষে তিনি শোনালেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ফের উঁচিয়ে ধরার স্বপ্নের কথা।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে জিতেছে অলরেডরা। জর্ডান আইয়ুর গোলে ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্বাগতিকদের লিড পাইয়ে দেন কার্টিস জোন্স। এরপর ৮২তম মিনিটে লক্ষ্যভেদ করেন সালাহ।
প্রিমিয়ার লিগের ইতিহাসে অষ্টম ফুটবলার হিসেবে ঘরের মাঠে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সালাহ। লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে তিনি করেছেন ৯৮ গোল। সাবেক ক্লাব চেলসির হয়ে স্ট্যামফোর্ড ব্রিজে করেছিলেন ২ গোল।
সালাহর নতুন কীর্তির রাতে লেস্টারকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ১৭ ম্যাচে ১৩ জয়, ৩ ড্র ও ১ হারে তাদের পয়েন্ট ৪২। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে তারা ৭ পয়েন্ট এগিয়ে আছে। আর্নে স্লটের শিষ্যদের হাতে একটি ম্যাচ জমাও আছে।
শিরোপা জয়ের দৌড়ে তাই এখন লিভারপুলই ফেভারিট। তবে ২০১৮-১৯ মৌসুমে এক পর্যায়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্লাবের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন হতে না পারার বাজে স্মৃতি আছে দলটির। তাদেরকে টপকে শিরোপা উঁচিয়ে ধরেছিল ম্যানচেস্টার সিটি।
এবার অবশ্য পরিস্থিতি আলাদা মনে হচ্ছে সালাহর কাছে। ম্যাচের পর গণমাধ্যমকে তিনি বলেছেন, 'ভিন্ন কিছু অনুভব করছি। তবে সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে, আমাদের পা মাটিতে রাখতে হবে। আশা করি, এই ক্লাবের জন্য আমরা প্রিমিয়ার লিগ জিততে পারব। আর এটা এমন কিছু যার স্বপ্ন আমি দেখি।'
২০১৭-১৮ মৌসুম থেকে সালাহ খেলছেন লিভারপুলে। একবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছেন তিনি, ২০১৯-২০ মৌসুমে। সেবার লিগে ১৯ গোল করেছিলেন তিনি। চলমান মৌসুমে আরও দুর্ধর্ষ রূপে আছেন ৩২ বছর বয়সী তারকা। লিগে ১৭ ম্যাচে সর্বোচ্চ ১৬ গোল তার নামের পাশে।
Comments