ক্লাব বিশ্বকাপের আগেই অ্যালেকজান্ডার-আর্নল্ডকে চায় রিয়াল

৩২ দল নিয়ে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে দলে নিতে তৎপর রয়েছে রিয়াল মাদ্রিদ।
ইংল্যান্ডের এই তারকা ডিফেন্ডার ইতোমধ্যে নিশ্চিত করেছেন, এবারের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হলে তিনি লিভারপুল ছাড়বেন। ধারণা করা হচ্ছে, তিনি ফ্রি এজেন্ট হিসেবে অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়াই স্প্যানিশ ক্লাব রিয়ালে যোগ দেবেন।
অ্যালেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে ইংলিশ ক্লাব লিভারপুলের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর আগেই ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে ১৫ জুন থেকে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসের খবর অনুযায়ী, রিয়াল ইতোমধ্যে লিভারপুলের সঙ্গে যোগাযোগ করেছে। লস ব্লাঙ্কোদের চাওয়া, অ্যালেকজান্ডার-আর্নল্ডকে যেন আগেভাগে ছেড়ে দেওয়া হয়, যাতে এই রাইট-ব্যাক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের জন্য তাদের পরিকল্পনার অংশ হতে পারেন।
২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাওয়ার জন্য লিভারপুলকে প্রায় ১০ লাখ ইউরো প্রদানের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে রিয়াল।
শুধু তাই নয়, অলরেডদের কাছে অ্যালেকজান্ডার-আর্নল্ডের যে বেতন পাওনা আছে, সেটাও পরিশোধ করতে রাজি আছে রিয়াল। কারণ তারা দ্রুত একটি সমাধানে পৌঁছাতে চাইছে। দুই ক্লাবের মধ্যকার আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হচ্ছে বলে জানা গেছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, এবার ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের জন্য একটি সংক্ষিপ্ত সময়সীমা থাকবে। এর উদ্দেশ্য হলো, অংশগ্রহণকারী ক্লাবগুলো যেন এই টুর্নামেন্টের জন্য শেষ মুহূর্তে তাদের স্কোয়াড গুছিয়ে নিতে পারে।
অ্যালেকজান্ডার-আর্নল্ডকে ক্লাব বিশ্বকাপের আগে দলে নেওয়ার জন্য রিয়ালের যে আগ্রহ, তা লিভারপুলের জন্য কিছু অর্থ পাওয়ার সুযোগ তৈরি করেছে। কারণ চুক্তির মেয়াদ পূর্ণ করে তিনি অ্যানফিল্ড ছেড়ে গেলে তারা কোনো অর্থ পাবে না।
Comments