জয়ে ফিরতে মরিয়া বার্সেলোনা
লা লিগায় শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় বার্সেলোনার। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এমন অবস্থায় অ্যাতলেতিকোর বিপক্ষে জয় তুলে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই বার্সার জন্য। তবে এই কঠিন কাজটি করতে মরিয়া দলের প্রধান কোচ হ্যান্সি ফ্লিক।
মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। শীর্ষে থাকলেও সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। অ্যাতলেতিকোর মাদ্রিদের পয়েন্টও সমান ৩৮। রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট বেশি থাকলেও একটি ম্যাচ বেশি খেলেছেও বার্সা। এমনকি অ্যাতলেতিকোও একটি ম্যাচ কম খেলেছে। নিজ নিজ ম্যাচে জয় পেলে তাদের ছাড়িয়ে যাবে মাদ্রিদের দলদুটি।
এরমধ্যেই আজ শনিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সা। তবে দারুণ ছন্দে থাকা দলটির বিপক্ষে জয় তুলে নেওয়া যে কঠিন হবে তা ভালো করেই জানেন ফ্লিক, 'এটা আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ। এই মুহূর্তে তারাই সেরা দল। দারুণ একটা ম্যাচ হবে।'
প্রতিপক্ষ কোচ দিয়াগো সিমিওনেকে বেশ পছন্দ করেন বলে জানান বার্সা কোচ, 'এই জয়ের ধারায় থাকা অবিশ্বাস্য। তারা দুর্দান্ত কাজ করছে এবং আমি তাদের অনেক সম্মান করি। আমি চোলো সিমিওনের ব্যক্তিত্ব এবং আবেগ পছন্দ করি এবং আপনি দেখতে পাচ্ছেন যে দলটিও তার মতোই। কিন্তু এতে কিছু পরিবর্তন হবে না, আমরা আগামীকাল জিততে চাই।'
গত রোববার লিগের অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থানে থাকা লেগানেসের কাছে ১-০ ব্যবধানে হারে বার্সা। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার। তাই অ্যাতলেতিকোর বিপক্ষে ঘরের মাঠে খেলা হলেও খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছে না দলটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভালো ছন্দে আছে তারা। তাই সেই ছন্দ লিগে আনতে চান ফ্লিক।
তবে দুশ্চিন্তা সব নিজের রক্ষণ নিয়ে। সাম্প্রতিক সময়ে ম্যাচগুলোতে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারছে না বার্সেলোনা। লিড নিয়েও শেষ দিকে গোল হজম করে হোঁচট খাচ্ছে দলটি। সেলতা ভিগোর বিপক্ষে তো দুই গোলের লিড নিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি দলটি।
তাই ম্যাচের শেষ পর্যন্ত মনোযোগ ধরে চান বার্সেলোনা কোচ, 'আমাদের দ্বিতীয়টি (চ্যাম্পিয়ন্স লিগ) থেকে প্রস্তুতি নিতে হবে, যেমনটি আমরা ডর্টমুন্ডের বিপক্ষে করেছিলাম যখন আমাদের বেশ কয়েকটি সুযোগ ছিল। অ্যাতলেতিকোও ম্যাচের শেষ দিকে প্রচুর গোল করে, তাই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে হবে।'
Comments