‘রিয়ালে রোনালদো যা করেছে, তা এমবাপের পক্ষে অসম্ভব’

রিয়াল মাদ্রিদে নতুন ভূমিকায় এখনও মানিয়ে নিতে পারেননি কিলিয়ান এমবাপে। লেফট উইং থেকে সরে স্ট্রাইকার হিসেবে খেলতে গিয়ে ভুগতে দেখা যাচ্ছে তাকে। মাথার উপরে থাকা বিশাল প্রত্যাশার চাপও মাথাব্যথার বাড়তি কারণ হিসেবে আবির্ভূত হয়েছে তার জন্য। সবকিছু মিলিয়ে ইয়োসিপ ইলিচিচের মনে হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদো রিয়ালে থাকাকালীন যেমন অতিমানবীয় রূপে ছিলেন, সেটার পুনরাবৃত্তি এমবাপের পক্ষে করা অসম্ভব।

গত জুনে বিনা ট্রান্সফার ফিতে স্বদেশী ক্লাব পিএসজি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে নাম লেখান এমবাপে। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড করেছেন ১১ গোল। তবে পরিসংখ্যান যেমনই হোক না কেন, তাকে মাঠে পাওয়া যাচ্ছে ছন্দহীন অবস্থায়। তার আত্মবিশ্বাসের ঘাটতিও ফুটে উঠছে স্পষ্টভাবে। গোলমুখে উল্লেখযোগ্য সংখ্যক বড় সুযোগ নষ্ট করেছেন তিনি। এতে ইতোমধ্যে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ২৫ বছর বয়সী তারকা।

রিয়ালে এমবাপের ভালো করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন ইলিচিচ। ইতালিয়ান সিরি আতে পালের্মো, ফিওরেন্তিনা ও আতালান্তার হয়ে খেলা স্লোভেনিয়ান ফরোয়ার্ড স্প্যানিশ গণমাধ্যম এএসকে নিজের যুক্তির স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন, 'আমি মনে করি, এখানে একটি মৌলিক ত্রুটি দেখা যাচ্ছে। এমবাপের ভূমিকায় রিয়ালে আগে থেকেই একজন (ভিনিসিয়ুস) রয়েছে যে কিনা (কিছুদিন আগে) ব্যালন দি'অর প্রায় জিতেই যাচ্ছিল।'

'আর এমবাপেকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে উপযোগী করে তুলতে হচ্ছে রিয়ালকে। আমার মনে হয় না যে, সে সেখানে ভালো করবে। আপনি দেখবেন, ভিনিসিয়ুস মাঠের যেদিকে থাকে, এমবাপে সব সময় ওদিক দিয়েই দৌড়াতে থাকে। সত্যি বলতে, আমি এটাই আশা করেছিলাম।'

রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন তিনি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ লস ব্লাঙ্কোদের হয়ে অনেক শিরোপা জিতেছেন। ইলিচিচের মতে, রোনালদোর মতো একই রকম সফল হওয়া এমবাপের পক্ষ সম্ভব না, 'সে একজন স্ট্রাইকার হিসেবে অনেক ভুগছে। মাঠের মধ্যে নিজেকে ফাঁকায় রাখতে সে খুব কম জায়গা ও (সতীর্থদের কাছ থেকে) কম সমর্থন পাচ্ছে। এর সঙ্গে তার ওপর প্রচুর চাপ ও প্রত্যাশা রয়েছে।'

'রোনালদো (রিয়ালে) যা করেছে, লোকেরা এমবাপের কাছ থেকে তা দেখবে বলে আশা করে আছে। কিন্তু এটি অসম্ভব। (লিওনেল) মেসি আর রোনালদো অন্য গ্রহের মানুষ। আর ফ্রান্সে (ক্লাব ফুটবল) খেলাকালীন (সমালোচনা থেকে) তাকে সুরক্ষিত রাখা হতো। মাদ্রিদে প্রত্যাশাটা একেবারেই অন্য রকমের। আপনি যদি গোল না করেন, তবে আপনাকে মূল্যহীন গণ্য করা হবে।'

রিয়ালের জার্সিতে এমবাপের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার মাঠে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় মুখোমুখি হবে দুই ক্লাব। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের পয়েন্ট তালিকায় পাঁচে আছে আতালান্তা। সমান ম্যাচে দুই জয় ও তিন হারে ধুঁকতে থাকা রিয়ালের অবস্থান ২৪ নম্বরে।

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

36m ago