লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ এমবাপে

আলাভেসের বিপক্ষে লাল কার্ড দেখার কারণে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে মঙ্গলবার লা লিগার একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
রোববার মাদ্রিদের ১-০ গোলের লিগ জয়ের সময় ফরাসি এই স্ট্রাইকার আন্তোনিও ব্লাঙ্কোর উপর একটি বাজে ট্যাকল করেন, এজন্য তাকে লাল কার্ড দেখানো হয়।
এমবাপে রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাদ্রিদের পরবর্তী লা লিগার ম্যাচটি মিস করবেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এমবাপের ফাউলটিকে 'খেলার মধ্যে' ঘটেছে বলে ব্যাখ্যা করেছে। হিংসাত্মক আচরণের ঘটনা হিসেবে নয়, সেরকম হলে দীর্ঘ নিষেধাজ্ঞার দিকে পড়তে হতো।
লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার প্রবল চেষ্টায় আছে তারা।
Comments