নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন এমিলিয়ানো

আপত্তিকর আচরণের দায়ে ফিফা দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। সাজার মেয়াদ শেষে আর্জেন্টিনা দলে ফিরলেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। এই স্কোয়াড নিয়ে আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে তারা। পাঁচদিন পর ২০ নভেম্বর নিজেদের মাঠে পেরুকে মোকাবিলা করবে দলটি।

গত ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে মাঠে অশোভন আচরণ করেছিলেন এমিলিয়ানো। অপরাধের প্রমাণ পেয়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ফলে ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচে তাকে পায়নি আর্জেন্টিনা।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী মিডফিল্ডার এঞ্জো বারেনেচেয়া। প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ধারে তিনি বর্তমানে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ায়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

চোট নিয়ে শঙ্কা থাকলেও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে ফিট থাকলেও সুযোগ পাননি ডিফেন্ডার মার্কোস আকুনিয়া ও ফরোয়ার্ড পাওলো দিবালা।

আগের দল থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন গোলরক্ষক হুয়ান মুসসো ও ডিফেন্ডার হুলিও সোলার।

আগামী ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তিনবারের শিরোপাজয়ীরা ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ষষ্ঠ ও ৬ পয়েন্ট নিয়ে পেরু নবম স্থানে আছে।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, জেরোনিমো রুলি;

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো;

মিডফিল্ডার: এঞ্জো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, এঞ্জো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুনানোত্তে, নিকো পাজ;

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

32m ago