১ কোটি ১০ লাখ ইউরো দিয়ে নতুন কোচ আনল ইউনাইটেড

রুবেন আমোরি। ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

শেষ পর্যন্ত সত্যি হলো গুঞ্জন। পর্তুগিজ রুবেন আমোরিকেই নতুন কোচ হিসেবে বেছে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে পেতে স্পোর্তিং লিসবনকে ১ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ প্রদান করতে হয়েছে রেড ডেভিলদের।

শুক্রবার ৩৯ বছর বয়সী আমোরিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি তার সঙ্গে চুক্তি করেছে আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত। সেখানে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে।

স্বদেশি ক্লাব স্পোর্তিং ছাড়ার আনুষ্ঠানিকতা শেষ করতে কয়েকদিন লেগে যাবে আমোরির। তিনি ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্যবাহী দলটিতে যোগ দেবেন আগামী ১১ নভেম্বর। তবে ইউনাইটেডের আগামী তিনটি ম্যাচেও অন্তর্বর্তীকালীন প্রধান কোচের ভূমিকায় থাকবেন রুড ফন নিস্টলরয়। আমোরিকে ডাগআউটে দেখা যাবে আগামী ২৪ নভেম্বর। সেদিন প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসউইচ টাউনের মাঠে খেলতে নামবে ইউনাইটেড।

টানা ব্যর্থতার দায়ে গত সোমবার ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর তার সহকারী ফন নিস্টলরয় পান অন্তর্বর্তীকালীন দায়িত্ব। তবে তখন থেকেই আমোরির কোচ হওয়ার জল্পনা-কল্পনা শুরু হয়। আর অল্প কয়েকদিনের মধ্যেই সেটা বাস্তবে রূপ নিল।

২০১৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর আগে মিডফিল্ডার আমোরি ক্লাব পর্যায়ে বেনফিকার প্রতিনিধিত্ব করেছেন। পর্তুগাল জাতীয় দলের হয়েও ১৪টি ম্যাচ খেলেছেন। তবে তার খেলোয়াড়ি জীবন খুব বেশি সমৃদ্ধ নয়। কিন্তু কোচিং ক্যারিয়ারে ইতোমধ্যে দারুণ সব সাফল্য অর্জন করেছেন তিনি।

২০২০ সালের মার্চে স্পোর্তিংয়ে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন আমোরি। পরের মৌসুমেই ক্লাবটি জেতে পর্তুগিজ প্রিমেইরা লিগের শিরোপা। সবশেষ ২০২৩-২৪ মৌসুমেও লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। দুটি লিগ কাপসহ স্পোর্তিং আরও তিনটি শিরোপা জিতেছে তার অধীনে।

স্যার অ্যালেক্স ফার্গুসন কোচিং ক্যারিয়ারের ইতি টেনে ২০১৩ সালে বিদায় নেওয়ার পর থেকেই বলা চলে উল্টো পথে হাঁটছে ইউনাইটেড। গত ১১ বছরে একবারও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি প্রতিযোগিতার রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমের লিগে তারা হয়েছিল অষ্টম। এবারও বিপর্যস্ত পারফরম্যান্স তাদের। নয় ম্যাচে মাত্র তিন জয়ে ১১ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১৪ নম্বরে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

7m ago