দুই শিরোপা জিতিয়েও নতুন চুক্তি না পাওয়ায় ক্রুদ্ধ স্পেন কোচ

কাতার বিশ্বকাপে ব্যর্থতায় লুইস এনরিকেকে ছাঁটাইয়ের পর স্পেনের দায়িত্ব দেওয়া হয়েছিল লুইস দে লা ফুয়েন্তেকে। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। উয়েফা নেশন্স লিগ জিতে নেওয়ার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতে নেয় তারা। কিন্তু দলকে ডাবল শিরোপা জিতিয়ে এখনও নতুন চুক্তি না পাওয়ায় ক্রুদ্ধ এই কোচ।

উয়েফা নেশন্স লিগ জিতে নেওয়ার পর থেকেই দে লা ফুয়েন্তের চুক্তির মেয়াদ বাড়ানোর গুঞ্জন ছিল। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে আলোচনাও হয়েছিল। এরপর তার অধীনে দলটি জিতে নিয়েছে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। কিন্তু তারপরও নতুন চুক্তি পাননি। পরিস্থিতিটি 'স্বাভাবিক নয়' বলেই দাবি করেছেন এই কোচ।

তার জায়গায় লুইস এনরিকের ক্যালিবারের একজন কোচের সঙ্গে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এমন আচরণ করতো না বলেও মনে করেন দে লা ফুয়েন্তে। এমনকি স্পেনের অন্যান্য সব কোচের তুলনায় অনেক কম বেতনে কাজ করছেন বলেও জানান তিনি।

সম্প্রতি ক্যাদেনা এসইআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কোচ বলেছেন, 'একজন ইউরোপীয় চ্যাম্পিয়নের জন্য চুক্তি ছাড়া থাকা স্বাভাবিক নয়। আমি জানি না লুইস এনরিকের সঙ্গেও একই ঘটনা ঘটত কিনা… আমার জন্য, একজন ইউরোপীয় চ্যাম্পিয়নের চুক্তির বাইরে থাকা স্বাভাবিক নয়। বরাবরের মতো আমার (অন্য জায়গায়) প্রস্তাব ছিল।'

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরও বিষয়টি একেবারেই স্বাভাবিক নয়। আমি জানি না ইতিহাসে আগে এমনটা কখনোও হয়েছে কিনা, কেউ চুক্তি ছাড়াই ছিল কিনা। যখন আমি অনূর্ধ্ব-২১ থেকে উন্নীত হয়েছিলাম তখনও আমার ক্ষেত্রে এমনটা হয়েছে... আমার সঙ্গে এরমধ্যেই চুক্তি হয়ে যাওয়াটা ন্যায্য হত।'

এবারের আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের শিরোপা অক্ষুণ্ণ রাখতে ঘরের মাঠে আগামী শনিবার ডেনমার্কে বিপক্ষে মাঠে নামবে স্পেন। এরপর আগামী মঙ্গলবার সার্বিয়াকেও আতিথেয়তা দেবে দলটি।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago