উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

গোল উৎসবের রাতে বায়ার্নের রেকর্ড

Harry Kane

৫০ মিনিট পর্যন্ত ম্যাচে এমন কিছুর আভাস ছিলো না। বিরতির আগে বায়ার্ন মিউনিখের করা তিন গোলের দুটি পর পর শোধ দিয়ে ফেলেছিল দিনামো জাগরেব। কিন্তু এরপর যা হলো দলটির  জন্য স্রেফ দুঃস্বপ্ন! হ্যারি কেইন আর বায়ার্ন মিউনিখে বিধ্বস্ত হলো দলটি।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৯-২ গোলের বিশাল জয় পেয়েছে বায়ার্ন। গড়েছে রেকর্ড। বায়ার্নই প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স লিগের কোন ম্যাচে ৯ গোল করল।

দলের ৯ গোলের ৪টাই করেছেন হ্যারি কেইন। এরমধ্যে পেনাল্টি থেকেই করেছেন তিনটা। দুই গোল করেছেন মিচেল ওলিসে। বাকি তিন গোল এসেছে রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কার কাছ থেকে।

খেলার শুরু থেকেই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়ে গোল আদায় করে বায়ার্ন। ১৬তম মিনিটে আলেকসান্দার পাভলোভিচ ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে ভিএআরে পেনাল্টি পায় বায়ার্ন। সেখান থেকেই গোলের সূচনা কেইনের।

৩৩ মিনিটে জামাল মুসিয়ালার কাছ থেকে বলের যোগান পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। পাঁচ মিনিট পর আরেক গোল করেন মিডফিল্ডার ওলিসে। বিরতির পর ৪৮ ও ৫০ মিনিটে দুই গোল শোধ দিয়ে খেলা জমানোর  আভাস দেয় জাগরেব। কিন্তু কোথায় কি! আরও ৬ গোলের স্রোতে ভেসে যায় তারা।

৫৭ মিনিটে আরেক গোল করেন কেইন।  ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান ওলিসে। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পুরো করে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ফের আরেক গোল করেন ইংলিশ ফরোয়ার্ড কেইন।

৮৫ মিনিটে সানে ৮ম গোল করার পর গোয়েৎজা যোগ করা সময়ে ঠুকেন শেষ পেরেক।

Comments

The Daily Star  | English

7-member committee formed to probe Secretariat fire

The committee will submit its report within 7 working days, detailing findings, recommendations to prevent such incidents in future

17m ago