কোপার স্কোয়াডে আরও তিন খেলোয়াড় বাড়াল ব্রাজিল

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থার (কনমেবল) অনুমোদনের পর কোপা আমেরিকার স্কোয়াডে তিন খেলোয়াড় বাড়িয়েছে ব্রাজিল। সেই সঙ্গে চোটে পড়া গোলকিপার এডারসনের বদলিও নিয়েছে তারা।

কনমেবল ২৩ থেকে ২৬ জনের স্কোয়াড বাড়ানোর অনুমতি দেয়। এরপর রোববার সেই সুযোগে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার, আটলান্টার মিডফিল্ডার এডারসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপেকে দলে নিয়েছেন কোচ দরিবাল জুনিয়র।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইতে ফার্নান্দো দিনিজের অধীনে বাজে পারফর্ম করে ব্রাজিল। এর জেরে জানুয়ারিতে দায়িত্ব নেন দরিবাল। তিনি নতুন করে সাজাচ্ছেন দল। এদিকে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন চোটে পড়ায় তার বিকল্প হিসেবে সাও পাওলোর রাফায়েলকে দলে নেওয়া হয়েছে। .

গেল সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লেগে চোখের পাতায় আঘাত পান এডারসন। সেখানে ছোট চিড় ধরা পড়েছে। ব্রাজিলের এক নম্বর গোলকিপার তাই মিস করছেন কোপা।

চলতি মাসের শুরুতে ২৩ জনের স্কোয়াড দেয় ব্রাজিল। সেখানে ১৭ বছরের এদ্রিক থাকবে জায়গা হয়নি গ্যাব্রিয়েজ জেসুস, রিচার্লিসনের মতন ফরোয়ার্ডদের। নেই ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিওতে দরিবাল বলেন, 'ডাক পাওয়া প্রতি খেলোয়াড়কে শুরুর একাদশে জায়গা পেতে হলে সমানভাবে লড়াই করতে হবে।'

নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। ২৮ জুন প্যারাগুয়ে ও ২ জুলাই কলম্বিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে অন্যতম ফেভারিটরা। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে কোপা আমেরিকার লড়াই।

কোপার আগে ৮ জুন মেক্সিকো ও ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দরিবাল জুনিয়রের দল।

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

33m ago