ব্রাজিলের কোপা আমেরিকা দলে একাধিক চমক

ছবি: এএফপি

২০২৪ কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে রয়েছে একাধিক চমক। জাতীয় দলের হয়ে সবশেষ দুই ম্যাচে দারুণ পারফর্ম করা তরুণ স্ট্রাইকার এন্দ্রিক ঠাঁই পেয়েছেন। তবে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে বিবর্ণ থাকা অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোর জায়গা হয়নি।

শুক্রবার রাতে সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে নেই আরও কিছু পরিচিত মুখ। আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসনকে রাখা হয়নি। তবে পারফরম্যান্সের কারণে নয়, চোট পাওয়ায় রিচার্লিসন বাদ পড়েছেন। হাঁটুর চোটে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। অনুমিতভাবেই আল হিলালের এই তারকা ফরোয়ার্ডের জায়গা হয়নি দলে।

ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনজন। তারা হলেন গোলরক্ষক বেন্তো, ফুলব্যাক গিলের্মো আরানা ও এন্দ্রিক। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা শেষে ১৭ বছর বয়সী এন্দ্রিক পালমেইরাস ছেড়ে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে।

স্কোয়াডে একমাত্র নতুন মুখ ২৪ বছর বয়সী স্ট্রাইকার এভানিলসন। পোর্তোর হয়ে চলমান মৌসুমে দারুণ ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন তিনি।

আগামী ২১ জুন শুরু হবে কোপা আমেরিকা। 'ডি' গ্রুপে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে দরিভালের শিষ্যরা। আগামী ৯ ও ১৩ জুন যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২১ সালের আসরে ফাইনালে ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ব্রাজিল শেষবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৯ সালে।

কোপা আমেরিকার ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদারসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (অ্যাথলেতিকো পিআর)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), কুতো (জিরোনা), গিলের্মো আরানা (অ্যাথলেতিকো এমজি), ওয়েন্দেল (পোর্তো), বেরাল্দো (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: এন্দ্রিক (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), এভানিলসন (পোর্তো), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), সাভিনিয়ো (জিরোনা)

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago