চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যে ছয়টি ক্লাব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের চারটি রাউন্ড শেষ হয়েছে। বাকি আছে আর দুটি রাউন্ড। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ছয়টি ক্লাব।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর আরও দশটি স্থান ফাঁকা আছে। সেই লড়াইয়ে টিকে আছে ২০টি দল। বাকি ছয়টি ক্লাবের আর কোনো সুযোগ নেই নকআউটের টিকিট পাওয়ার।

নকআউটে যারা:
বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আরবি লাইপজিগ।

নকআউটে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে যারা:
এফসি কোপেনহেগেন, গ্যালাতাসারাই, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল,পিএসভি আইন্দহোফেন, লেঁস, সেভিয়া, নাপোলি, ব্রাগা, অ্যাতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, ফেইনুর্ড রটার্ডাম, সেলটিক, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বার্সেলোনা, এফসি পোর্তো, শাখতার দোনেৎস্ক।

নকআউটে ওঠার সুযোগ নেই যাদের:
ইউনিয়ন বার্লিন, সালজবুর্গ, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, রয়্যাল অ্যান্টওয়ার্প।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

32m ago