আর্জেন্টিনায় গিয়ে প্রথম ম্যাচেই গোল করে উচ্ছ্বসিত জামাল
বেশ আলোচনার জন্ম দিয়ে কদিন আগে আর্জেন্টিনায় পাড়ি দেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানকার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে তার অভিষেকটাও হলো রঙিন। প্রথম ম্যাচেই গোল পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
গতকাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ম্যাচে জার্মেনাইলকে ২-১ গোলে হারায় মায়ো। ৩৩ বছর বয়েসী তারকা এই ম্যাচ দিয়েই প্রথমবার নামেন আর্জেন্টিনার মাঠে। ৮১ মিনিটে একটি গোলও পেয়ে যান তিনি।
এর আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড ফার্নেন্দো ভালদেবান্তিনোর গোলে এগিয়ে যায় সোল দে মায়ো। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জামাল করেন দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে প্রতিপক্ষ এক গোল শোধ দেয়।
পরে ভিডিও বার্তায় এই তারকা জানান প্রতিকূল কন্ডিশনে খেলেও সাফল্য পাওয়ায় ভীষণ খুশি তিনি, 'আজ ছিল প্রথম ম্যাচ। খুবই ঠাণ্ডা ছিল ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড বাতাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তিন পয়েন্ট পেয়েছি।'
'আমি গোল করেছি যেটা সন্তুষ্টির। অনেক বাংলাদেশি আমাকে সমর্থন করার জন্য এসেছিলেন। কাজেই সব মিলিয়ে আমি খুবই খুশি।'
৯ সেপ্টেম্বর আছে সোল দে মায়োর পরের ম্যাচ। এরপর দিনই বাংলাদেশ ফিরে আসবেন জামাল। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তিনি।
Comments