রোনালদোর বিশ্বরেকর্ড

ছবি: এএফপি

আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ছেলেদের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির স্থাপন করলেন তিনি।

মঙ্গলবার রাতে রেকিয়াভিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের 'জে' গ্রুপে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে পর্তুগিজরা। সেখানে শুরু থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড রোনালদো। বর্ণাঢ্য ও ঘটনাবহুল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিকের নামের পাশে এই ম্যাচে যুক্ত হলো আরেকটি নতুন অর্জন।

খেলা শুরুর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি সার্টিফিকেট দিয়ে রোনালদোকে সম্মান জানায়। জাতীয় দলে অভিষেকের ১৯ বছর ৩০৪ দিন পর ২০০তম ম্যাচে মাঠে নামলেন তিনি। ২০০৩ সালের ২০ অগাস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের জার্সিতে প্রথমবার দেখা গিয়েছিল তাকে।

ছেলেদের ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি গোলের কীর্তিও রোনালদোর দখলে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফুটবলার পর্তুগালের হয়ে এখন পর্যন্ত করেছেন ১২২ গোল।

একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন বর্তমানে আল নাসরে খেলা রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পাঁচটি ভিন্ন আসরে গোল করার রেকর্ডও ৩৮ বছর বয়সী তারকার ছাড়া আর কারও নেই।

২০০তম ম্যাচে নামার আগে উদ্বেলিত রোনালদো জানান, রেকর্ড গড়া তার লক্ষ্য থাকে না, 'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি কারণ সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়া আমার প্রেরণারই অংশ।'

'জে' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ২০১৬ সালের ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগাল। আগের তিন ম্যাচের প্রতিটিতে বড় ব্যবধানে জিতেছে রবার্তো মার্তিনেজের দল। প্রতিপক্ষকে ১৩ গোল দেওয়ার বিপরীতে তারা হজম করেনি কোনো গোল।

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

18h ago