রিয়াল ছেড়ে কষ্ট পাচ্ছেন বেনজেমা

ছবি: রয়টার্স

ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার মন ভালো নেই। রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। কিন্তু জীবনের চলার পথে বিভিন্ন বাঁক আসার যে বাস্তবতা, তা তার অজানা নয়। তাই বিদায়বেলায় তিনি শুনিয়েছেন নতুন অভিজ্ঞতার খোঁজে থাকার কথা।

মঙ্গলবার রিয়ালের অনুশীলন মাঠে হাজির হন ৩৫ বছর বয়সী বেনজেমা। সেখানে বিদায়ী বার্তায় নিজের মনের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি, 'এটা কিছুটা দুঃখের দিন। কারণ, আমি এই ক্লাবটি ছেড়ে যাচ্ছি। এটা আমাকে কষ্ট দিচ্ছে। কারণ, আমার স্বপ্ন ছিল মাদ্রিদে চুক্তিবদ্ধ হওয়া ও মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করা। তবে কখনও কখনও জীবন আপনাকে অন্য কিছুর সুযোগ দেয়।'

গত রোববার হঠাৎ করেই বেনজেমার ক্লাব ছাড়ার ঘোষণা দেয় রিয়াল। তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মৌসুম থেকে আল ইত্তিহাদের হয়ে খেলবেন তিনি। সৌদি প্রো লিগের শিরোপাধারীদের সঙ্গে তার তিন বছরের চুক্তি হয়েছে। 

সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের সমর্থকদেরকে ধন্যবাদ জানান বেনজেমা, 'আমি সব সময় মাদ্রিদের খেলা দেখব এবং ভক্তদেরকেও ধন্যবাদ, যারা আমাকে ভালো খেলার জন্য তাড়না দিয়েছেন।'

লস ব্লাঙ্কোরা অনুমিতভাবেই চিরস্থায়ী আসন গেঁড়েছে তার হৃদয়ে, 'আমি কখনও রিয়াল মাদ্রিদকে ভুলব না। এটা বিশ্বের সেরা ক্লাব, ইতিহাসের সেরা ক্লাব। তবে এখনকার মুহূর্তটি হলো ছেড়ে যাওয়ার ও অন্য একটি গল্প দেখার।'

২০০৯ সালে লিওঁ ছেড়ে রিয়ালে নাম লেখান বেনজেমা। ঐতিহ্যবাহী দলটির হয়ে মোট ৬৪৮ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৫৪টি। রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদোর। গত বছর অক্টোবরে তিনি জেতেন ফুটবলারদের জন্য পরম আকাঙ্ক্ষিত ব্যালন ডি'অর।

১৪ বছর আগে তাকে চুক্তিবদ্ধ করায় রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি কৃতজ্ঞ বেনজেমা,  'যখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি (মনে মনে) বলেছিলাম যে এই মানুষটা জিজু (জিনেদিন জিদান) ও রোনালদো (নাজারিও) এনেছিল এবং এখন তিনি আমাকে তার দলে চান।'

বিদায় অনুষ্ঠানে উপস্থিত পেরেজ বেনজেমার অবদান নিয়ে বলেন, 'তুমি আমাদের যা দিয়েছ, সেটার জন্য তোমাকে ধন্যবাদ। সে একটি সাধারণ ছেলে হিসেবে এখানে এসেছিল। আর আজ সে আমাদের কিংবদন্তিদের একজন হিসেবে বিদায় নিচ্ছে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago