হেরে 'অনেক কষ্ট' পাচ্ছেন রিয়াল কোচ

পাশাপাশি প্রতিপক্ষ ম্যান সিটিকে কৃতিত্ব দিলেন কার্লো আনচেলত্তি।
ছবি: এএফপি

শিরোপাধারীদের বিদায় ঘণ্টা বেজে গেল সেমিফাইনালে। দানবীয় নৈপুণ্যে তাদেরকে কোনো পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি। দুঃস্বপ্নের রাত কাটানোর পর কার্লো আনচেলত্তি জানালেন বেদনায় নীল হওয়ার কথা। পাশাপাশি প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন রিয়াল মাদ্রিদের বর্ষীয়ান ইতালিয়ান কোচ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির ফিরতি লেগে বুধবার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-০ গোলে হেরেছে রিয়াল। প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। ফলে তাদেরকে ছিটকে দিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালের টিকিট পেল পেপ গার্দিওলার শিষ্যরা।

একক আধিপত্য দেখানো সিটিজেনরা ম্যাচের ৬০ শতাংশ সময় বল পায়ে রাখে। গোলমুখে ১৬টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে আটটি। বিপরীতে, রিয়ালের নেওয়া সাতটি শটের তিনটি ছিল লক্ষ্যে। শুরুর দিকে বলের নিয়ন্ত্রণ পেতে হিমশিম খেতে হয় তাদের। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা যায় বিফলে।

ম্যাচের পর স্প্যানিশ পরাশক্তি রিয়ালের কোচ কোনো অজুহাত দাঁড় না করিয়ে গণমাধ্যমকে বলেন, 'তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয় তাদের প্রাপ্য ছিল। শুরুতে তারা অনেক চাপ প্রয়োগ করেছিল। এটা তাদের ক্ষেত্রে ভালোভাবে কাজ করে। কারণ, তারা আমাদের জন্য বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলা কঠিন করে তুলেছিল এবং তারা দুই গোলে এগিয়ে যায়।'

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে রেকর্ড ১৯১তম ম্যাচে কোচের দায়িত্ব পালন করা আনচেলত্তি যোগ করেন, 'সেখান থেকে খেলায় ফিরে আসা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলাম... কিন্তু তা ফলপ্রসূ হয়নি।'

বিবর্ণ পারফরম্যান্সে বিধ্বস্ত হওয়ার কষ্ট গোপন করেননি তিনি, 'এটা এমন একটা হার যা কষ্ট দিচ্ছে, এটা অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু এমনটা ঘটতে পারে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিলাম। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ফাইনালের আগেই আমাদের বিদায় করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরের মৌসুমের জন্য আরও ভালো হতে হবে।'

ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের কোচ ইতিবাচক দিকও খোঁজার চেষ্টা করেন, 'আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোও একটি সাফল্য। কারণ, মাত্র চারটি ক্লাব শেষ চারে জায়গা করে নিতে পারে।'

লা লিগার শিরোপা বার্সেলোনার কাছে হাতছাড়া হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও ভেস্তে গেছে রিয়ালের। তাই বলে ২০২২-২৩ মৌসুমটা একেবারে খারাপ কাটেনি লস ব্লাঙ্কোদের। তারা জিতেছে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।

Comments

The Daily Star  | English

Bangladesh approves export of 3,000 tonnes of hilsa to India for Durga Puja

The government has approved the export of 3,000 tonnes of hilsa fish to India on the occasion of Durga Puja, the commerce ministry said in a statement today

3h ago