মেসিকে বার্সেলোনা থেকে বিদায় জানাতে চান গার্দিওলা

Pep Guardiola & Lionel Messi

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে চলে যাওয়া ছিল সমর্থকদের বিশাল এক ধাক্কা। অনেকেই দিন গুনছিলেন, মেসি হয়ত আবার ফিরবেন প্রিয় ঠিকানায়। সাম্প্রতিক সময়ে একটি খবর তাদের আবার নাড়া দিয়েছে। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে আসছে মৌসুমে মেসি নাকি পাড়ি দেবেন সৌদি আরবে! এই খবরটা হজম হচ্ছে না মেসির লম্বা সময়ের সাফল্যের সঙ্গী ও বার্সা কিংবদন্তি পেপ গার্দিওলার। বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ চান, মেসির ক্যারিয়ার শেষ হোক বার্সাতেই।

বার্সেলোনার হয়েই খেলেছেন গার্দিওলা। পরে কোচ হয়েও পেয়েছেন বড় সাফল্য। গার্দিওলা কোচ থাকার সময় খেলোয়াড় হিসেবে পেয়েছেন সেরা সময়ের মেসিকে। এখন গার্দিওলা, মেসি কেউই নেই বার্সায়। কিন্তু বার্সার সঙ্গে আবেগের সম্পর্ক অটুট গার্দিওলার। আছে ক্লাবের সদস্য পদও। সেই দাবি থেকেই মেসিকে ফের বার্সায় চেয়েছেন তিনি।

ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাতকারে এই কোচ মেসিকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করে তাকে ফের ন্যু ক্যাম্পে চেয়েছেন,  'আমি বার্সেলোনার ভক্ত, ক্লাবের সদস্য হিসেবে ন্যু ক্যাম্পে আমার আসন আছে। আমার আশা তাকে যেন সেখান থেকে বিদায় দিতে পারি। সে সর্বকালের সেরা ফুটবলার।'

'গত যুগে বার্সেলোনা বিশাল সাফল্য পেয়েছে। সেটা মেসিকে ছাড়া সম্ভব হতো না। কেবল রেকর্ড নয়। মাঠে তার উপস্থিতি, তার সৌন্দর্য, তার কার্যকারিতা মিলিয়ে।'

'লিও আমাদের ক্লাবে এসে ক্লাবকে অনেক সমৃদ্ধ করেছে চলে যাওয়ার আগ পর্যন্ত। একজন মানুষ যখন এত বড় হয় তখন তাকে সুন্দরভাবে বিদায় জানানো দরকার। তাকে চলে যেতে হয় ক্লাবের আর্থিক কারণে।'

অর্থনৈতিক সংকটের কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। সৌদি আরবে যেতে না দিয়ে মেসিকে ফের কোনভাবে নিয়ে আসতে মরিয়া হবে বার্সেলোনা, এমনটা আশা করছেন গার্দিওলা, 'যেভাবে শেষ হয়েছিল সেটা কেউ ভাবেনি। আমি নিশ্চিত প্রেসিডেন্ট (হুয়ান) লাপোর্তাও তাকে ভীষণ ভালোবাসেন। ক্লাবের ইতিহাসের এত প্রভাবশালী একজনের ভালোভাবে বিদায় দরকার।'

'আশা করি দিনটা আসবে। আমি সেখানে থাকব। আমার আসন থেকে দাঁড়িয়ে তালি দেব।'

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago