আচমকা স্থগিত হয়ে গেল বাফুফের সংবাদ সম্মেলন
লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুন মাসে বাংলাদেশে আসছে, মঙ্গলবার রাতে গণমাধ্যমে এমন খবর দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তারা। বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানানোর কথা ছিল তাদের। তবে বুধবার সকালে সেই সংবাদ সম্মেলনে স্থগিত হয়ে গেছে।
বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, 'পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
মঙ্গলবার রাতে বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলে, 'জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন তাই তাদের অনেক শর্ত আছে। আমরা কাল (বুধবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেব।'
বাফুফে উইমেন্স উইংয়ের প্রধান ও ফিফা এক্সিকিউটিভ মেম্বার মাহফুজা আক্তার কিরণও জানিয়েছেন একই কথা, 'সব ঠিক থাকলে আর্জেন্টিনা আসবে জুন মাসে। প্রতিপক্ষে ঠিক হয়নি। মরক্কো, জাপান এসব দল চেষ্টা করা হচ্ছে।'
বাফুফে বুধবার আড়াইটায় সংবাদ সম্মেলনের জন্য বিবৃতিও পাঠিয়েছিল। তবে কোন এক কারণে আপাতত তা আর হচ্ছে না।
সংবাদ সম্মেলন স্থগিত হয়ে যাওয়ায়, আর্জেন্টিনাকে ঢাকায় নিয়ে আসার বাস্তব অগ্রগতি আসলে কতদূর তা ঠিক পরিষ্কার হচ্ছে না।
কয়েকদিন আগে বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়েছিলেন, আর্জেন্টিনাকে নিয়ে আসতে হলে তাদের অন্তত ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। ২০১১ সালে বাংলাদেশ সফরে আসা আর্জেন্টিনাকে দেওয়া হয়েছিল সাড়ে তিন মিলিয়ন ডলার। এবার সেই অঙ্ক দাঁড়াবে সাত মিলিয়ন ডলারে। প্রতিপক্ষ দলের জন্যও খরচ আছে তিন মিলিয়ন ডলারের মতো। মোটা অঙ্কের এই অর্থের যোগান কীভাবে হবে এবং এই পরিমাণ অর্থ প্রীতি ম্যাচটি থেকে উঠিয়ে আনা যাবে কিনা তা পরিষ্কার করেননি তিনি।
Comments