নজরকাড়া নৈপুণ্যের পরও হালান্ডের হ্যাটট্রিক না পাওয়ার বিরক্তি

ম্যানচেস্টার সিটি কেন বড় অঙ্কের অর্থ ব্যয় করে আর্লিং হালান্ডকে কিনেছে সেটার যৌক্তিকতা মিলল শুরুতেই।
ছবি: টুইটার

ম্যানচেস্টার সিটি কেন বড় অঙ্কের অর্থ ব্যয় করে আর্লিং হালান্ডকে কিনেছে সেটার যৌক্তিকতা মিলল শুরুতেই। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে জোড়া গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক রাঙালেন তিনি। তারপরও নরওয়ের এই তরুণ স্ট্রাইকার সন্তুষ্ট হতে পারলেন না নিজের পারফরম্যান্স নিয়ে। হালান্ডের দৃষ্টিতে, হ্যাটট্রিক করা উচিত ছিল তার।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল আসে ২২ বছর বয়সী তারকা হালান্ডের পা থেকে। ম্যান সিটির মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকে জোড়া গোল করলেন তিনি। ২০১১ সালের অগাস্টে সোয়ানসি সিটির বিপক্ষে এই কীর্তি প্রথমবার গড়েছিলেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো।

ম্যাচের ৩৬তম মিনিটে সফল স্পট-কিকে প্রথম গোলটি পান হালান্ড। ইল্কাই গুন্দোগানের থ্রু বল এগিয়ে গিয়ে লুফে নিতে চেয়েছিলেন ওয়েস্টহ্যামের বদলি গোলরক্ষক আলফোন্সো আরেওলা। তবে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে পড়েন হালান্ড। বল ঠেকাতে গিয়ে তাকে ফাউল করে বসেন আরেওলা। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ান হালান্ড। প্রায় মাঝমাঠ থেকে কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পর হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন হালান্ড। তবে তার হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

হ্যাটট্রিক না পাওয়া নিয়ে ম্যাচের পর ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসের কাছে অশালীন শব্দ ব্যবহার করে তীব্র বিরক্তি জানান হালান্ড, 'হ্যাঁ, (আমি হ্যাটট্রিক করতে পারতাম)। (ম্যাচের ৭৮তম মিনিটে) মাঠ থেকে উঠে যাওয়ার আগে আমার কাছে একটি সুযোগ এসেছিল। আমার সেখানে থাকা উচিত ছিল। কিন্তু আমি সেটা... (প্রকাশের অযোগ্য)।'

গণমাধ্যমকর্মী হালান্ডকে ভাষার প্রয়োগে সচেতন হতে বললে তিনি দুঃখ প্রকাশ করলেও ফের অশালীন শব্দ ব্যবহার করেন, '... (প্রকাশের অযোগ্য), দুঃখিত।'

জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ও শোনা যায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিতে নাম লেখানো হালান্ডের কণ্ঠে, 'ভালোভাবে শুরু করেছি আমরা। খুব বেশি কিছু বলার নেই। ২-০, ভালো শুরু। মৌসুমের শুরুর দিকে মাঠে যথেষ্ট সময় কাটানো আমার জন্য ভালো ব্যাপার। আর আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।'

Comments

The Daily Star  | English

‘Vested groups behind violence in the hills’

Three advisers, who visited Rangamati and Khagrachhari yesterday, have pointed out that vested groups are trying to destabilise the situation in the hills with a view to putting the interim government in an awkward position.

2h ago