বিধ্বস্ত বাংলাদেশ দলকে ভরসা দিচ্ছেন জয়াসুরিয়া!

Bangladesh Cricket  Team

প্রথম ওয়ানডেতে এক পর্যায়ে অনায়াসে জেতার অবস্থায় ছিলো বাংলাদেশ। সেখান থেকে আচমকা নাটকীয় ব্যাটিং ধসে ২৭ বলের মধ্যে হারিয়ে ফেলে ৮ উইকেট। অস্বাভাবিকভাবে এমন বড় হারে  সিরিজে পিছিয়ে পড়া মেহেদী হাসান মিরাজদের সংকটে ভরা দিলেন প্রতিপক্ষ দলের কোচ ও সাবেক কিংবদন্তি লঙ্কান তারকা সনাৎ জয়াসুরিয়া।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৪৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে এক পর্যায়ে  ১ উইকেটে ১০০ রান ছিলো বাংলাদেশের পুঁজি। সেখান থেকে আর ৫ রান তুলতে তারা হারায় ৭ উইকেট। ম্যাচ থেকে ছিটকে হারে ৭৭ রানে।

প্রথম ম্যাচের পর বাংলাদেশের ব্যাটারদের অমন ধসে পড়া নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। স্পষ্ট করে বললে নিন্দের ঝড় উঠছে। তবে এরকম ধস যেকোনো দলের হতে পারত বলে মিরাজদের পাশে দাঁড়ালেন জয়াসুরিয়া, 'এটা যেকোনো দলের সঙ্গে হতে পারত। দলের অধিনায়ক দলকে আত্মবিশ্বাস দিবে, এটাই চাপ থেকে দূরে থাকার মূল হতে পারে তাদের।'

'অবশ্যই তারা নেতিয়ে পড়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ না। কিন্তু যতক্ষণ আপনি দলকে ভরসা করবেন, তারা ঘুরে দাঁড়াবে।'

আজ একই মাঠে সিরিজ বাঁচানোর মিশনে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। মিরাজরা কতটা ঘুরে দাঁড়ান দেখার বিষয়।   

প্রথম ম্যাচেদলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ৬২ রান করেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ জানালেন মিডল অর্ডারে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে বেশি বিপদজনক ছিলেন লঙ্কান লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। ১০ রানে তিনি নেন ৪ উইকেট। এই লেগ স্পিনারের স্পেলে যাতে বেশিরভাগ বল বাঁহাতিরা খেলেন সেই পরিকল্পনা আছে বাংলাদেশ দলের, 'আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং কোচ আমাদের কিছু তথ্য দিয়েছেন। যারা এই ধরনের উইকেটে সেট হয়ে যায়, তাদের খেলা শেষ করা উচিত... বাঁহাতি ব্যাটারদের হাসারাঙ্গার বিরুদ্ধে বেশি ডেলিভারি খেলা উচিত কারণ ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে তিনি যতটা কার্যকর, বাঁহাতিদের বিরুদ্ধে ততটা নন। আমরা আশা করি এই তথ্যটি পরের খেলায় ব্যবহার করব।'

 

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

56m ago