ফিট বুমরাহকে না খেলানো ‘স্রেফ পাগলামো’ বলছেন স্টেইন

শুধু ভারত নয়, এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। হেডিংলিতে প্রথম টেস্টে চোট কাটিয়ে ফিরেই নেন পাঁচ উইকেট। তবে ফিট থাকলেও তাকে এজবাস্টন টেস্টে বিশ্রামে রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী, আকাশ চোপড়াদের সঙ্গে তাল মিলিয়েছেন প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেইনও।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে বুমরাহকে তিন টেস্ট খেলানোর সিদ্ধান্ত আগের। এই পেসারের ক্যারিয়ার চোটমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত সিরিজের আগে নিয়ে রাখে ভারত।
তবে হেডিংলিতে ভালো অবস্থানে থেকেও হেরে যাওয়ার পর সেরা শক্তি নিয়েই ভারত সিরিজে ফিরতে চাইবে বলে মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেটা না হওয়ায় কেউ হতাশ, কেউ বিস্মিত।
শাস্ত্রী যেমন বলেছেন, 'আপনার কাছে দুনিয়ার সেরা পেসার আছে। সাতদিন বিশ্রামের পরও আপনি তাকে খেলালেন না। এটা এমন কিছু যা বিশ্বাস করা কঠিন। আমি এতে একমত নই।'
স্টেইন তো এইক্ষেত্রে উদাহরণ টেনেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর, 'পর্তুগালের কাছে রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকার। কিন্তু যদি তারা সিদ্ধান্ত নেয় তাকে না খেলানোর সেটা স্রেফ পাগলামো, ভারতীয় দলে বুমরাহকে না খেলানোও তেমনটিই। কী যে হচ্ছে আমি ধাঁধার মধ্যে পড়ে গেলাম।'
প্রথম দিনে টসের সময়ই অবশ্য অধিনায়ক শুবমান গিল বুমরাহকে না খেলানোর অনুমিত কারণ ব্যাখ্যা করেন, 'ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও আমরা ভালো বিরতি পেয়েছি তবে পরের টেস্ট ম্যাচটি লর্ডসে। আমাদের মনে হয়েছে সেখানে উইকেটে পেসারদের জন্য আরও কিছু থাকবে।'
Comments