সিরাজকে আউট করে ম্যাচ শেষ করা বশিরের সিরিজ শেষ

ফিল্ডিংয়ে বাম হাতের আঙুলে চিড় ধরায় হাতে ব্যান্ডেজ পরে বল করছিলেন শোয়েব বশির, বল ধরছিলেন এক হাতে। দলের ভীষণ প্রয়োজনে শেষ সেশনে বল হাতে নিয়ে শেষ উইকেটও নেন তিনি। তবে লর্ডস টেস্টের পর তাকে শুনতে হয়েছে দুঃসংবাদ। সিরিজের বাকি দুই টেস্টের জন্য ছিটকে গেছেন এই অফ স্পিনার।
লর্ডসে তৃতীয় টেস্টে সোমবার ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। শেষ উইকেটে জয়ের জন্য ভারতের যখন দরকার ২৩ রান তখন বাজিমাত করেন বশির। তার বাড়তি লাফানো বল সফট হ্যান্ডে মাঝ ব্যাটে ডিফেন্স করেছিলেন সিরাজ। কিন্তু বল মাটিতে পড়ে ব্যাকস্পিন করে ভেঙে দেয় স্টাম্প। নাটকীয়ভাবে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। জয়ের মুহূর্তে বশিরকে নিয়ে উল্লাসে মাতে স্বাগতিক দল।
তবে চোট নিয়ে দলের প্রয়োজনে বল হাতে নেওয়া এই অফ স্পিনার যে পরের টেস্টে খেলতে পারবেন না সেই আভাস তখনই মিলছিল। ম্যাচ শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি জানায়, বাকি সিরিজে ছিটকে যাওয়া বশিরের আঙুলে চলতি সপ্তাহের শেষের দিকে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
বশির তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রবীন্দ্র জাদেজার একটি ক্যাচ ও বোল্ডের সুযোগ ধরার চেষ্টা করার সময় এই চোট পান। এরপর তিনি মাঠ ছাড়েন এবং ইনিংসের বাকি অংশে আর ফেরেননি।
তবে বশির ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ বলে ২ রান করেন। পঞ্চম দিনের বেশিরভাগ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। দিনের শেষের দিকে ভারতের লোয়ার অর্ডার ইংল্যান্ডকে হতাশ করার সময় তাকে বোলিং করার জন্য ডাকা হয়। অবশেষে, বশিরই শেষ উইকেটটি (মোহাম্মদ সিরাজের) নিয়ে ইংল্যান্ডকে একটি রোমাঞ্চকর জয় এনে দেন। সিরিজে তিনি তিনটি ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন, যার গড় ৫৪.১।
গত কয়েক বছরে শোয়েব বশির ইংল্যান্ডের প্রধান স্পিনার হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি তার সমারসেটের সতীর্থ জ্যাক লিচের চেয়েও বেশি প্রাধান্য পেয়েছেন। বশিরের অনুপস্থিতিতে লিচ আবার দলে ডাক পাবেন কিনা তা দেখতে হবে। রেহান আহমেদ, লিয়াম ডসন এবং টম হার্টলিও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন।
Comments