চতুর্থ টেস্টের আগে বিপাকে ভারত

nitish kumar reddy

ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে ভারত। লর্ডসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তৃতীয় টেস্টে পারফর্ম করা অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি গুরুতর আঘাত পেয়েছেন। চতুর্থ টেস্ট তো বটেই, সম্ভবত সিরিজের বাকি অংশ থেকেও ছিটকে গেছেন তিনি।

এদিকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে ১০ উইকেট নেওয়া পেসার আকাশ দীপও ভুগছেন চোটে। জানা গেছে তিনিও ম্যানচেস্টারে খেলা মিস করতে পারেন। প্রথম তিন টেস্টে একাদশে না থাকা পেসার আর্শদীপ সিংয়ের বোলিং হাতে সেলাই দিতে হওয়ায় তার খেলারও সম্ভাবনা নেই।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে সূত্র জানিয়েছে যে, ২২ বছর বয়সী রেড্ডি তার বাম হাঁটুতে আঘাত পেয়েছেন, যা তার সিরিজের অংশ নেওয়াকে শঙ্কার মধ্যে মধ্যে ফেলেছে। আঘাতের সঠিক পরিস্থিতি এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে রানিং অনুশীলনের সেশনের সময় এটা ঘটেছে। ম্যানচেস্টারে বৃষ্টির কারণে ভারতীয় দলকে রবিবার (২০ জুলাই) ইনডোরে অনুশীলন করতে হয়েছিল।

নিতিশ স্ক্যান করিয়েছেন এবং আঘাতে প্রকৃতি ও তীব্রতা ফলাফল আসার পরেই জানা যাবে, তবে আপাতত তরুণ অলরাউন্ডারের জন্য এটি খুব আশাব্যঞ্জক দেখাচ্ছে না। লর্ডসে তিনি উভয় ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ব্যাট হাতে দলের জন্য ৪৩টি গুরুত্বপূর্ণ রানও করেছিলেন।

রবিবার ভারতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গে দেখা করতে ওল্ড ট্রাফোর্ডে গিয়েছিল। দলের সঙ্গে চোটের কারণে যেতে পারেননি নিতিশ। অন্য কোন কারণে যাননি লোকেশ রাহুলও।

সূত্রের মারফত ক্রিকবাজ নিশ্চিত করেছে নিতিশ এই সিরিজ থেকে ছিটকে গেছেন, যদিও স্ক্যান ফলাফল জানা গেলে একটি পরিষ্কার চিত্র ফুটে উঠবে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আরও দুটি টেস্ট বাকি থাকায়, দলের ম্যানেজমেন্টকে শার্দুল ঠাকুরের উপর নির্ভর করতে হতে পারে। লিডসে প্রথম টেস্টে নিতিশের আগে শার্দুলকে বিবেচনা করা হয়েছিলো। যদিও শার্দুল পারফর্ম করতে পারেননি।

পেসারদের চোট জর্জর অবস্থায় জাসপ্রিত বুমরাহকে বাকি দুই টেস্টেই খেলানোর দিকে হাঁটতে পারে ভারত।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago