আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

heinrich klaasen

মাত্র সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন হেইনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক উইকেটরক্ষক-ব্যাটারের জাতীয় দল থেকে সরে দাঁড়ানো বড় চমক হয়েই এলো। ৩৩ পেরিয়ে যাওয়া তারকার মতে, ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে এটাই তার ও তার পরিবারের জন্য সেরা সিদ্ধান্ত।

সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন ক্লাসেন। প্রোটিয়াদের জার্সিতে তিন সংস্করণেই খেলেছেন তিনি। বর্তমান সময়ের আগ্রাসী ব্যাটারদের তালিকায় তার নাম উচ্চারিত হয়ে থাকে জোরেশোরে।

আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায়ী বার্তায় ক্লাসেন বলেছেন, 'এটা আমার জন্য দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমার ও আমার পরিবারের ভবিষ্যতের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার অনেক সময় লেগেছে। এটা ছিল অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, তবে তা নিয়ে আমি মানসিক স্থিরতা অনুভব করছি।'

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছিল ক্লাসেনের। এই সংস্করণেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি খেলেছেন গত মার্চে। ৬০ ওয়ানডেতে ৪৩.৬৯ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২১৪১ রান। নামের পাশে রয়েছে চারটি সেঞ্চুরি ও ১১টি ফিফটি। টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরিতে তিনি করেছেন ঠিক ১০০০ রান। তার গড় ২৩.২৫ ও স্ট্রাইক রেট ১৪১.৮৪।

সাদা বলের ক্রিকেটের মতো সফলতা ক্লাসেন একদমই পাননি লাল বলের ক্রিকেটে। মাত্র ৪ টেস্ট খেলেছেন তিনি। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে স্রেফ ১৩ গড়ে তার রান ১০৪। নেই কোনো পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

পেছনে ফিরে তাকিয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হওয়ার অনুভূতি তুলে ধরেছেন ক্লাসেন, 'একদম প্রথম দিন থেকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা ছিল আমার সবচেয়ে জন্য বড় গৌরব। এটাই ছিল সবকিছু, যেটার জন্য আমি ছোটবেলা থেকে পরিশ্রম করেছি আর স্বপ্ন দেখেছি।'

আন্তর্জাতিক মঞ্চে পথচলার সুখকর অভিজ্ঞতা নিয়ে তার ভাষ্য, 'আমি অসাধারণ বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি করেছি, যা আমি আজীবন মূল্যবান বলে মনে করব। প্রোটিয়াদের হয়ে খেলার মাধ্যমে আমি এমন অসাধারণ মানুষদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি, যারা আমার জীবন বদলে দিয়েছে। আর সেইসব মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না।'

পরিবারকে সময় দেওয়ার প্রসঙ্গ টেনে ক্লাসেন বলেছেন, 'আমি আমার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য মুখিয়ে আছি, কারণ এই সিদ্ধান্ত আমাকে তা করার সুযোগ দেবে।'

এর আগে দুপুরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে ২০ ওভারের সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিস্ফোরক সব ইনিংসের জন্য পরিচিতি পাওয়া তারকা।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago