বুধবার আমিরাতের বিপক্ষে বাড়তি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগের দিনই সংযুক্ত আরব আমিরাতকে একটি বাড়তি ম্যাচ খেলার জন্য আমিরাত ক্রিকেটকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই প্রস্তাবের ইতিবাচক সাড়া মিলেছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন তিন ম্যাচের সিরিজ। আগামী বুধবার (২১ মে) তৃতীয় ম্যাচটি খেলবে দুই দল।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। এরমধ্যেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তৃতীয় ম্যাচটিও শুরু হবে একই সময়ে।

মূল সূচি অনুযায়ী, আরব আমিরাতের শারজাহতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এই সিরিজের পরেই টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেই সফরের বিষয়টি এখনো অনিশ্চিত। হলেও পূর্বসূচি অনুযায়ী হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত।

তাই পাকিস্তান সফরে যাওয়ার আগে বাড়তি সময় মিলেছে টাইগারদের। যে কারণে এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি বাড়িয়ে আরও একটি ম্যাচ খেলার প্রস্তাব দেয় বিসিবি। তাতে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যাবে। এতে করে সরাসরি সংযুক্ত আরব আমিরাত থেকেই পাকিস্তানে যেতেও পারবে টাইগাররা।

Comments

The Daily Star  | English

All civic services of DSCC halted

DSCC Administrator Md Shahjahan Mia confirmed the information to The Daily Star

28m ago