২০১৫ সালের পুনরাবৃত্তির খোঁজে উজ্জীবিত টাইগাররা

সময়টা ২০১৫ সালের এপ্রিল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচের উল্লাস এখন স্মৃতির পাতায় একটুও মলিন হয়নি। এক দশক পর, আবারও সেই মঞ্চে দাঁড়িয়ে টাইগাররা। প্রতিপক্ষ সেই চেনা পাকিস্তান। সুযোগ ঠিক একই, সিরিজ আগেভাগেই নিশ্চিত করার।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর থেকেই ছন্দে রয়েছে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতা ধরে রেখেই প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

২০২৫ সালের সব সংস্করণ মিলিয়ে এটিই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এখন তারা তাকিয়ে আছে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের দিকে।

বাংলাদেশের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান পেসারদের মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের ত্রয়ী। মাত্র ১১.৩ ওভারে ৪৮ রান দিয়ে তারা নিয়েছেন ছয়টি উইকেট। ফলে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ, এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোরেই থেমে যায় সফরকারীরা।

মিরপুরের চ্যালেঞ্জিং উইকেটে রান তাড়া কঠিন হতে পারত। তবে পারভেজ হোসেন ইমন ৩৯ বলে ৫৬ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলে, তৌহিদ হৃদয়ের (৩৬) সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে সহজেই জয় এনে দেন দলকে, যেখানে বাকি ছিল ২৭ বল।

দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্সেরই আশায় থাকবে বাংলাদেশ, বিশেষ করে বোলারদের কাছ থেকে। কারণ এই উইকেটে বড় রান ঠেকাতে না পারলে বিপাকে পড়তে হতে পারে স্বাগতিকদের, বিশেষত যখন পাকিস্তান শিবির এরই মধ্যে উইকেট নিয়ে সমালোচনায় মুখর।

তবে আজ জয় পেলে ১০ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সঙ্গে এটি হবে একাধিক ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়।

২০১৫ সালের এপ্রিলে মিরপুরেই পাকিস্তানকে হারিয়ে একমাত্র টি-টোয়েন্টি সিরিজটি জিতেছিল বাংলাদেশ। এরপর টানা তিনটি তিন ম্যাচের সিরিজে হেরেছে তারা, সর্বশেষ পরাজয় ছিল চলতি বছরের মে-জুনে, লাহোরে।

অন্যদিকে পাকিস্তানের সামনে আজকের ম্যাচে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ। সে কারণে দলে কিছু পরিবর্তনও আসতে পারে।

যদিও পাকিস্তানের ব্যাটিং গভীরতা আছে, তবুও প্রথম ম্যাচে তাদের ব্যাটাররা ইনিংসের শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে গিয়েছেন, যা মিরপুরের উইকেটে অস্বাভাবিক এবং আত্মঘাতী। হয়তো সেই ভুল শুধরেই আজ মাঠে নামবে সফরকারীরা।

আজকের ম্যাচের আগে দুই দলই বিশ্রামে ছিল গতকাল।

এ ছাড়া, গতকাল উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ এক মিনিট নীরবতা পালন করা হবে এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা পরবেন কালো বাহুবন্ধনী।

Comments

The Daily Star  | English

CA likely to announce election date within 4-5 days: Mostafa Jamal

The Jatiya Party (Kazi Zafar) chief made the remarks after a meeting between Yunus and 12 parties at the state guest house Jamuna

4h ago