‘ইন্টেন্ট’ বদল না করেই বড় ইনিংস খেলেছেন পারভেজ

Parvez Hossain Emon

দ্বিতীয় ওভারেই ফিরে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাসকে নিয়ে পাওয়ার প্লে পুরোটা পার করতে পারেননি। এক পাশে উইকেট পড়লেও পারভেজ হোসেন ইমন ছুটছিলেন আপন ঘরানায়। আরেক পাশে রান না আসায় তার উপর ভার ছিলো বড় ইনিংসের, তবে সেটা করতে গিয়ে নিজের গতি কমাননি  তিনি।

শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক পারভেজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার হাত ধরেই ৯ বছর পর বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সেঞ্চুরিয়ান। তামিম ইকবালের করা আগেরটির চেয়েও দ্রুততম।

৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলা পারভেজই বাংলাদেশের ইনিংসের মূল কারিগর। কারণ আর কেউ বিশের বেশি রান পাননি। দ্বিতীয় সর্বোচ্চ তাওহিদ হৃদয়ের ২০।

বাঁহাতি এই ওপেনার ২৬ বলে তুলেন প্রথম ফিফটি। ৫০ থেকে ১০০ রানে যেতে তার লাগে ২৭ বল। অর্থাৎ পুরো ইনিংস একই গতিতে ছুটেছে তার। আউট হয়েছেন একদম শেষ ওভারে গিয়ে। তার এনে দেওয়া ১৯১ রানের পুঁজি নিয়ে ২৭ রানের জয় এসেছে অনেকটা অনায়াসে।

ম্যাচ সেরা হওয়া এই তরুণ পরে জানান, আরেক পাশে কেউ থিতু হতে না পারলেও নিজের খেলার ধরণ বদলানোর চিন্তা করেননি তিনি, একই গতিতে মেরে রান বড় করতে চেয়েছেন তিনি,  'উইকেট যখন পড়ছিল, নিজের ইন্টেন্ট পরিবর্তন না করার চেষ্টা করছিলাম। আমি নিজের শক্তির জায়গার জন্য অপেক্ষা করছিলাম। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক পাশ থেকে উইকেট পড়ছে তাই আমাকে ক্যারি করতে হবে। ক্যারি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত করতে পেরেছি।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

Bangladesh Bank withdraws its dress code for officials amid criticism

Bangladesh Bank retracts dress code following governor's directive

1h ago