লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কেন পারভেজ

Litton Das & Parvez Hossain Emon

ওয়ানডে সংস্করণে লম্বা সময় ধরে রান খরায় ভুগতে থাকা অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন বড় আসরে দলে রাখেননি নির্বাচকরা। তাকে বাদ দেওয়ার পেছনে স্পষ্টই রান খরার যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তার বদলে যাকে নেওয়া হয়েছে সেই পারভেজ হোসেন ইমনের নেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা, সাম্প্রতিক সময়েও কোথাও তিনি আহামরি কোন পারফর্ম করছেন না। তবু তাকে সুযোগ দেওয়ার পেছনে কিছু কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রান করার পর ওয়ানডেতে  ১৩ ইনিংসে ফিফটি নেই লিটনের। গত ৭ ওয়ানডেতে থেমেছেন এক অঙ্কের ঘরে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শেষ ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েন এই ডানহাতি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে দলে ফিরে করেন ২, ৪ ও ০ রান। স্বাভাবিকভাবেই তার বাদ দেওয়ার যুক্তি খুঁজে নেওয়া সহজ।

দল ঘোষণার পর সেই যুক্তি দেন লিপু,  'দুটো কারণ আমি বলব। লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একইরকম। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে পাওয়ারপ্লেতে যে সুবিধা নেওয়া দরকার… চাপ চলে আসছে, পার্টনারের চাপ বাড়ছে, তিন নম্বর এক্সপোজড। তারপরও অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ নির্ধারণী ম্যাচে রাখিনি দলে। আস্থার জায়গাটা… ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে নেই।'

লিপু জানান মূল ওপেনার হিসেবে টিম ম্যানেজমেন্ট সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে বেছে নিয়েছে। সেই জায়গাতেও লিটন একাদশে বিবেচনায় ছিলেন না,  'সৌম্য ও তামিম (তানজিদ হাসান) ভালো করছে জুটি হিসেবে। তারাই ইনিংসের শুরু করতে যাচ্ছে। প্রথম একাদশেও লিটনের জায়গা নেই। আমাদের মনে হয়েছে লিটনের ক্লাস, মেধা নিয়ে সন্দেহ নেই,। তবে ফর্মে সংকট, ঘাটতি দেখা গেলে তাকে সেই সংকট থেকে বের করে আনার জন্য, যদি আরও কাজ করতে পারি আরও শক্তিশালী করে  আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারব।'

লিপু মনে করেন লিটনকে বাইরে রাখা মানেই 'বাদ' দেওয়া নয়। বরং তাকে শানিত করেন ফেরাতে চান তারা,  'আমাদেরও এক্সপার্ট, এনালিস্ট আছে। বিপক্ষ দলের এনালিস্ট বেশি সফল হয়ে যাচ্ছে। এটা ভাঙার উত্তম সময়। এমন নয় দল থেকে বাদ পড়ে গেছেন। সামনে অনেক খেলা আছে। এক্সপার্টরা এখন দুর্বলতা নিয়ে কাজ করে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই সুযোগ পাবে।' 

লিটনের বদলে দলে আসা পারভেজের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৭ ম্যাচ খেলে তেমন কিছুই করতে পারেননি, ৭ ম্যাচে তার মোটে সংগ্রহ ৪৯ রান।

পারভেজের যে বড় কোন পারফরম্যান্স নেই সেটা স্বীকার করেও তাকে সুযোগ দেওয়ার কারণ জানান লিপু, 'ওর হয়তো বড় কোনো অবদান নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি... পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই গতিতে খেলতে পারবে।'

'দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।'

লিস্ট 'এ' ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলে পারভেজের সেঞ্চুরি চারটি, ব্যাটিং গড় ৩৫.৬১, স্ট্রাইক রেট ৮৮.৪০। তবে গত ঢাকা প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচে ৬২৩ রান করে ঝলক দেখিয়েছিলেন। চলতি বিপিএল ও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে তিনি হন ব্যর্থ।

পারভেজকে দলে নেওয়ায় টপ অর্ডারে বাঁহাতিদের ঝট দেখা দিচ্ছে বাংলাদেশ দলে। সৌম্য, তানজিদ দুজনেই বাঁহাতি। তিনে খেলা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বাঁহাতি। তবু আরেক বাঁহাতি পারভেজকে দলে নেওয়া কেন? লিপুর এক্ষেত্রে জবাব, 'প্রতিপক্ষের সুবিধা, অসুবিধার থেকে আমরা আমাদের সম্ভাব্য সেরা বিকল্পগুলোই বিবেচনায় নিয়েছি।'

Comments

The Daily Star  | English
Reform commission reports' submission

We never got a chance to reform our state and politics like now. Let’s not waste it

Our initial study of the reports of the four commissions indicates that the recommendations are quite substantive.

11h ago