আবারও টস হারলেন লিটন, তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তৃতীয় টি-টোয়েন্টিতেও কয়েন ভাগ্য পক্ষে পেলেন না লিটন দাস। প্রথম দুটি ম্যাচের মতো এবারও টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম।
শারজাহতে বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে তিনটি। জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। তাদের শূন্যস্থান পূরণ করেছেন পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। এই তিনজন প্রথম টি-টোয়েন্টিতে খেললেও আগের ম্যাচের একাদশে ছিলেন না।
দুটি বদল এনেছে স্বাগতিক আরব আমিরাত। আর্যাংশ শর্মা ও ও মুহাম্মদ জাওয়াদউল্লাহর পরিবর্তে একাদশে ঢুকেছেন রাজা আকিফউল্লাহ খান ও ইথান ডি'সুজা।
গত শনিবার প্রথম ম্যাচে ২৭ রানে জিতে এগিয়ে গিয়েছিল সফরকারী বাংলাদেশ। এরপর সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটের অবিশ্বাস্য জয়ে সমতা টানে আরব আমিরাত।
সিরিজটি শুরুতে ছিল দুই ম্যাচের। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অতিরিক্ত একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে এই ম্যাচটি সিরিজ নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারবেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, রাজা আকিফউল্লাহ খান, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, সগির খান, মতিউল্লাহ খান, হায়দার আলী ও ইথান ডি'সুজা।
Comments