ইংল্যান্ডের টেস্ট দলে উদীয়মান তারকা রিউ

চলতি মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠ নটিংহামে সেই ম্যাচের জন্য সোমারসেটের তরুণ ব্যাটসম্যান জেমস রিউকে ইংল্যান্ড টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইংল্যান্ডের ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে ভাবা হচ্ছে ২১ বছর বয়সী রিউকে। জর্ডান কক্সের পরিবর্তে দলে ঢুকেছেন এই তরুণ। গত রোববার কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে সেঞ্চুরি করার সময় পেটের পেশিতে চোট পান কক্স।
২৪ বছর বয়সী কক্স মূলত অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে ছিলেন। তবে এটি তার ক্যারিয়ারে আরেকটি দুর্ভাগ্যজনক বাধা। গত নভেম্বরে নিউজিল্যান্ড সফরে তার টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু সিরিজ শুরুর আগেই অনুশীলনে হাতের বুড়ো আঙুল ভেঙে যায়।
ইংল্যান্ড জাতীয় দলে এবারই প্রথমবারের মতো ডাক পেলেন রিউ। কিংবদন্তি ডেনিস কম্পটনের পর তিনি তিনি সর্বকনিষ্ঠ ইংলিশ ক্রিকেটার যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০টি সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৩.৩৫ গড় নিয়ে ২,৬০০ রানেরও বেশি সংগ্রহ করেছেন।
এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ডিভিশনে ব্যাট হাতে ৫৪.২১ গড় নিয়ে খেলছেন রিউ, যেখানে তার সর্বোচ্চ ইনিংস ১৫২ রান। বাঁহাতি এই ব্যাটসম্যান উইকেটকিপিংও করেন। এসেক্সের বিপক্ষে তার করা ১১৬ রানের ইনিংসটি ছিল জয় নিশ্চিত করা পারফরম্যান্স।
গত শীতে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া সফর করেন। এছাড়া ২০২২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল যে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, সে দলে রিউ ছিলেন অন্যতম সদস্য। আগামী সপ্তাহে সিরিজ-পূর্ব অনুশীলন শিবিরে ইংল্যান্ড দলে যোগ দেবেন রিউ।
জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট স্কোয়াড (হালনাগাদ)
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জেমস রিউ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাং।
Comments