হেডিংলি টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই

ব্রাইডন কার্স ও ক্রিস ওকস যখন ক্রিজে তখন মনে হয়েছিল লিডের পথে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে উল্টো লিড পেয়ে যায় ভারত। এর আগে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন হ্যারি ব্রুক। তবে ভারতের পেস সেনসেশন বুমরাহর দুরন্ত পাঁচ উইকেট তুলে নেওয়ার দিনে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন দুই দলের মাঝে দোদুল্যমান।

হোম গ্রাউন্ড হেডিংলিতে রোববার ভারতের প্রথম ইনিংসে ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ৪৬৫ রানে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রান তুলে ৯৬ রানের লিড নিয়েছে ভারত। ৪৭ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল এবং অধিনায়ক শুভমান গিল ব্যাট করছেন ৬ রানে, যিনি প্রথম ইনিংসে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

তবে এদিন ভারতের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যর্থ হন। মাত্র ৪ রান করে ব্রাইডন কার্সের এক চমৎকার ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া সাই সুদর্শন আউট হয়েছেন ৩০ রানে। তবে দলীয় ৬৬ রানের জুটিতে থিতু হওয়ার পর তাকে ফিরিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, যিনি বরাবরের মতোই জুটি ভাঙার কাজে কার্যকর ভূমিকা রাখেন।

এদিন ব্রুক যখন ৯৯ রানে আউট হন, তখনও ইংল্যান্ড ভারতের থেকে ৭৩ রানে পিছিয়ে ছিল। বুমরাহর বাউন্সারে অনিয়ন্ত্রিত একটি হুক খেলতে গিয়ে বল তুলে দেন শার্দুল ঠাকুরের হাতে। মাঠজুড়ে হতাশার ঢেউ—নিজের ঘরের মাঠে প্রথম টেস্ট শতক হাতছাড়া করায় মাথা নিচু করে ফিরে যান ব্রুক।

১১২ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ইনিংসটি আরও স্মরণীয় হতে পারত, কিন্তু তিনবার জীবন পেয়েও তিনি পূর্ণতা আনতে পারলেন না। আগের দিন শূন্য রানে থাকা অবস্থায় বুমরাহর এক 'নো বল'-এ বেঁচে যান। এরপর এদিন ৪৬ ও ৮২ রানে দুটি সহজ ক্যাচ ছেড়ে দেয় ভারতীয় ফিল্ডাররা।

দিনের শুরুতে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন শতরান করা অলি পোপ এদিন মাত্র ৬ রান যোগ করেই প্রসিদ্ধ কৃষ্ণর বলে কাটা পড়েন। স্টোকসের ইনিংস থামে ২০ রানে। মোহাম্মদ সিরাজের এক চমৎকার ডেলিভারিতে কিপারের হাতে ধরা পড়েন তিনি।

জেমি স্মিথ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিলেও (৪০ রান), কৃষ্ণর এক বাউন্সার আবারও তার আক্রমণাত্মক মনোভাবের মূল্য দিতে হয়। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে থাকা জাদেজা বলটা রিলে থ্রো করে ক্যাচটি নিশ্চিত করেন সুদর্শনের হাতে।

কিন্তু শেষদিকে ব্রুক যখন এক হাতে ভারতের ফিল্ডিংয়ের ভুলের সুবিধা তুলে নিয়ে ইনিংসটা আরও বড় করতে চাইছিলেন, তখনই সেই ভুলের খেসারত দিতে হলো তাকেই। শেষ পর্যন্ত বুমরাহ ২৪.৪ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে থামিয়ে দেন। প্রতিপক্ষের শেষ উইকেট, জশ টংকে বোল্ড করে নিজের স্পেলটিকে পূর্ণতা দেন।

দুই দলের মধ্যে পিচে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্ট হেডিংলিতে এখন এক রুদ্ধশ্বাস অবস্থানে দাঁড়িয়ে। ভারতের হাতে এখনও ৮ উইকেট, কিন্তু ইংল্যান্ডও লড়াই থেকে এক চুল পিছিয়ে নেই। সোমবার চতুর্থ দিনেই নির্ধারিত হয়ে যেতে পারে ম্যাচের গতি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago