চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশের চরম হতাশার সেশন, দারুণ জুটিতে ছুটছে জিম্বাবুয়ে

Sean Williams & Nick Welch
ছবি: রাজীব রায়হান/স্টার

প্রথম সেশনে লড়াই ছিলো সমানে-সমান। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে কোন সুযোগই দিল না জিম্বাবুয়ে, দারুণ জুটিতে কোন উইকেট না হারিয়েই গোটা এক সেশন পার করেছে সফরকারী দল।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। এই সেশনেও হয়েছে ২৮ ওভার। যাতে ৭২ রান যোগ করে কোন উইকেট হারায়নি তারা। ফিফটি তুলেছেন দুই ব্যাটারই। ৫৫ করে খেলছেন শন উইলিয়ামস, নিক ওয়েলচ ক্রিজে আছেন ৫২ করে। ২২৭ বলে তৃতীয় উইকেট জুটিতে যোগ হয়েছে ৮৯ রান।

২ উইকেটে ৮৯ রান নিয়ে নেমে সেশনের শুরু থেকেই সাবলীল ব্যাটে নিয়ন্ত্রণ নিতে থাকেন উইলিয়ামস-ওয়েলচ। শুরুতে আগ্রাসী খেলা ওয়েলচ থিতু হয়ে নিজেকে সামলে নেন, গুছিয়ে নিয়ে বাড়াতে থাকেন নিজের ইনিংস।

অভিজ্ঞ উইলিয়ামস নিজের সেরা ছন্দের ছাপ রেখে এগুতে থাকেন অনায়াসে। বাংলাদেশের বোলারদের তেমন কোন সুযোগই তৈরি করতে দেখা যাচ্ছিলো না।

প্রথম সেশনের পর দুপুরের কড়া রোদে উইকেট আরেকটু ব্যাট করার জন্য হয়ে পড়ে আদর্শ। প্রচণ্ড আর্দ্রতায় বোলার-ফিল্ডারদের জন্য পরিস্থিতি হয়ে পড়ে চ্যালেঞ্জিং। স্পিনাররাই হাত ঘুরিয়েছেন বেশিরভাগ। দুই পেসারকেও একাধিক স্পেলে এই সেশনে চেষ্টা করা হয়। হাসান মাহমুদ আঁটসাঁট থাকলেও অভিষিক্ত তানজিম হাসান সাকিব ছিলেন খরুচে। তার বল থেকে ওভারপ্রতি পাঁচের উপর রান নিয়ে নেয় জিম্বাবুয়ে।

সেশনের একদম শেষ দিকে মুমিনুল হককে বল তুলে দিয়েও সাফল্য পাননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ চা-বিরতিতে যায় চরম হতাশা নিয়ে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago