চট্টগ্রাম টেস্ট

সাদমান-বিজয়ের শতরানের জুটিতে বাংলাদেশের দারুণ শুরু

Anamul Haque Bijoy and Shadman Islam
ছবি: রাজীব রায়হান

ওপেনিং জুটি নিয়ে বেশ সমস্যায় ভুগছিলো বাংলাদেশ। টেস্টে গত ১৩ ইনিংসে ওপেনিং জুটি ভাঙে পঞ্চাশের আগে। সিলেটে ব্যর্থতার পর সেই জুটিতেও এলো বদল। তিন বছর পর টেস্ট দলে ফিরে সাদমান ইসলামের সঙ্গে জুটি বাধেন এনামুল হক বিজয়। দুজন মিলে দলকে পাইয়ে দিয়েছেন দারুণ শুরু।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাট করেছে ২৬ ওভার। কোন উইকেট না হারিয়ে স্বাগতিকরা তুলেছে ১০৫ রান। ৯১ বলে ৬৬ করে অপরাজিত আছেন সাদমান। ৬৫ বলে ৩৮ রানে অপরাজিত আছেন বিজয়।

দিনের প্রথম বলে জিম্বাবুয়ের ইনিংস থামিয়ে খেলতে নামেন বাংলাদেশের দুই ওপেনার। তিন বছর পর টেস্টে ফেরা বিজয় শুরুতে ছিলেন নড়বড়ে। ব্লেসিং মুজারাবানির শর্ট বলে একটু সমস্যা হচ্ছিলো তার।

শুরুর দিকে কিছু রান পান এজড  হয়ে। তবে খানিকের ওই অস্বস্তি কাটিয়ে থিতু হতে বেশি সমস্যা হয়নি তার। আরেক পাশে সাদমান শুরু থেকেই ছিলেন সাবলীল। রানের গতি তিনিই রাখছিলেন বেশি সচল। ফ্লিক, অন ড্রাইভ, কাভার ড্রাইভে বাউন্ডারি বের করেন তিনি। ৭৮ বলে ফিফটি স্পর্শ করতে সাদমান মারেন ৭ চার।

ফিফটির পর আরও তিন চার আসে এই বাঁহাতি ব্যাটে। বিজয় এতটা সাবলীল না হলেও রান বের করতে পারছেন। প্রতিপক্ষের বোলিং থেকে তেমন কোন হুমকি না থাকায় বাংলাদেশ ছুটছে অনায়াসে।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

48m ago