চিকিৎসার পরামর্শ নিতে আজ ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলছেন না পেসার তাসকিন আহমেদ। অ্যাকিলিস ইনজুরি থেকে সেরে উঠতে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। আজ রাতেই দেশ ছাড়ার কথা রয়েছে তার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই তাসকিন অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে ব্যথা কমানো এবং এই গুরুত্বপূর্ণ সময়ের আগে চোট নিয়ন্ত্রণে রাখার কোনো কার্যকর উপায় পাওয়া যাবে বলে আশাবাদী এই পেসার।

আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ডে ডা. জেমস কালডারের সঙ্গে দেখা করার সময় নির্ধারিত রয়েছে তাসকিনের। তাসকিনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন।

দ্য ডেইলিস্টারের সঙ্গে আলাপকালে দেবাশীষ বলেন, 'তাসকিন আজ ইংল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছেন এবং পরশুদিন তাঁর ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা নিজেরাও যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও যোগাযোগ করেছি। সব দিক বিবেচনায় আমরা সেরা বিকল্পটাই বেছে নিয়েছি।'

এরমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাসকিন। গতকাল মিরপুর একাডেমি মাঠে তাঁকে হালকা গতিতে বলও করতে দেখা গেছে। চিকিৎসকদের সঙ্গে প্রথম পরামর্শের পর তার পরবর্তী করণীয় নির্ধারিত হবে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

33m ago